দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত থেকে যাতায়াত করার ক্ষেত্রে আমজনতার অন্যতম ভরসা ট্রেন। নিত্যদিনই বিভিন্ন ধরনের লাগেজ নিয়ে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন রেলপথে।
2
8
কিন্তু এই লাগেজের ভিতর যদি মদ থাকে? অ্যালকোহল নিয়ে কি আদৌ ট্রেনে ভ্রমণ করা যায়? এক্ষেত্রে রেলের নিয়ম কী বলছে সেটা জানেন না অনেকেই।
3
8
ট্রেনে সফর করাকালীন কেউ যদি সঙ্গে মদ রাখেন তাহলে এই নিয়মগুলি জানা অপরিহার্য। নয়তো, সঙ্গে থাকা মদ তো বাজেয়াপ্ত হবেই, সঙ্গে আইনের ঝক্কি পোয়াতে হবে।
4
8
ট্রেনে মদ নিয়ে যাওয়া নিয়ে ভারতীয় রেলের আলাদা করে কোনও নির্দেশিকা নেই। এর পুরোটাই নির্ভর করে আপনি যে রাজ্য থেকে ট্রেনে উঠছেন এবং যে রাজ্যে যাচ্ছেন সেই দুই রাজ্যের নিয়মের ওপর।
5
8
প্রতিটি রাজ্যের আবগারি দপ্তরের নিজস্ব আইন রয়েছে। ট্রেনে মদ নিয়ে যাওয়ার সময়েও আপনার ওপর এই আইনই লাগু হবে। রওনা এবং গন্তব্য দুই জায়গাতে যদি মদ নিষিদ্ধ না থাকে তাহলে নিশ্চিন্তে মদ নিয়ে যাওয়া যেতে পারে।
6
8
তবে, একজন যাত্রী একসঙ্গে কতটা মদ সঙ্গে নেবেন তার ওপর বিধিনিষেধ রয়েছে। সাধারণত, একটি বা সর্বোচ্চ দুটি বোতলের বেশি নিয়ে ট্রেনে সফর করা যায় না।
7
8
শুধু তাই নয়। ট্রেনে মদ নিয়ে যেতে যেতে কোনও সময় চেক হতেই পারে। সেক্ষেত্রে, ওই বোতলের বিল থাকা বাঞ্ছনীয়। নয়তো, আইনি জটিলতার মধ্যে পড়তে হতে পারে।
8
8
পাশাপাশি, অ্যালকোহল নিষিদ্ধ রাজ্যগুলিতে মদ নিয়ে ধরা পড়লে জরিমানা এবং কারাদণ্ড দুইয়েরই শাস্তি হতে পারে। সেক্ষেত্রে ৫,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে।