বলিউডের একদা জনপ্রিয় নায়িকা এবং অধুনা লেখিকা টুইঙ্কল খান্না সম্প্রতি নিজের অভিনয়জীবন নিয়ে এমন এক কথা বলেছেন, যা হয়তো অনেকেই জানেন না। সুপারস্টার রাজেশ খান্না এবং অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার মেয়ে হওয়ায় অনেকেই ভেবেছিলেন, টুইঙ্কলও সিনেমার দুনিয়ায় ঝলমলে কেরিয়ার গড়বেন। কিন্তু বাস্তবে তিনি কখনওই অভিনেত্রী হতে চাননি। বরং মায়ের প্রয়োজনে অভিনয়ে আসতে বাধ্য হয়েছিলেন।
2
6
এক সাক্ষাৎকারে টুইঙ্কল খোলাখুলি করিনা কাপুর খানকে বলেন, “আমি জানি, তোমার জন্য সিনেমা ছিল একটা চয়েজ, কিন্তু আমার জন্য তা ছিল না। আমি আসলে একদমই অভিনেত্রী হতে চাইনি। এটা ছিল একরকম বাধ্যবাধকতা। আমার মা সিঙ্গল মাদার ছিলেন, তিনিই পুরো পরিবারের দায়িত্ব সামলাতেন।”
3
6
টুইঙ্কলের মা ডিম্পল রাজ কাপুরের ‘ববি’ দিয়ে কিশোরী বয়সে বলিউডে ঝড় তুলেছিলেন। পরে রাজেশকে বিয়ে করে কিছুদিন সিনেমা থেকে দূরে থাকেন। কিন্তু দাম্পত্যে ভাঙন ধরলে তিনি একাই দুই মেয়ে টুইঙ্কল এবং রিঙ্কিকে মানুষ করেন। সেই সময় পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই টুইঙ্কল অভিনয়ে পা রাখেন।
4
6
টুইঙ্কল ১৯৯৫ সালে ‘বরসাত’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেন। এরপর শাহরুখ খান, সলমন খান, সইফ আলি খান এবং আমির খানের মতো তারকাদের সঙ্গেও কাজ করেছেন। কিন্তু ‘মেলা’র মতো ছবির ব্যর্থতার পর তিনি বুঝে যান, অভিনয় তাঁর জায়গা নয়। তারপর তিনি সিনেমা ছেড়ে দিয়ে অভিনেতা অক্ষয় কুমারকে বিয়ে করেন। তারপর সংসার এবং সন্তানদের নিয়েই নিজের জীবন সাজিয়ে তোলেন।
5
6
আজ টুইঙ্কল বলিউডের নায়িকা না হলেও, তিনি একজন জনপ্রিয় লেখিকা এবং উদ্যোক্তা। তাঁর বুদ্ধিদীপ্ত লেখা আর রসবোধ পাঠক ও দর্শকের খুব প্রিয়।
6
6
এক সময় যিনি মায়ের জন্য বাধ্য হয়ে সিনেমায় এসেছিলেন, আজ সেই টুইঙ্কল নিজের জায়গা বানিয়েছেন নিজের প্রতিভা, হাস্যরস এবং আত্মবিশ্বাসের মাধ্যমে। একেবারে নিজের মতো করে।