ব্যাটল অফ গলওয়ান: ২০২০ সালের ভারত-চিন গলওয়ান সংঘর্ষকে কেন্দ্র করে তৈরি এই যুদ্ধচিত্রে মুখ্যভূমিকায় সলমন খান। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা। বাস্তব ঘটনার প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকেও। দেশপ্রেম আর সামরিক সাহসিকতার গল্প বলবে ‘ব্যাটল অফ গলওয়ান’।
2
7
লভ অ্যান্ড ওয়ার: সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় প্রথমবার একসঙ্গে রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। যুদ্ধকালীন প্রেক্ষাপটে দুই সেনা অফিসারের সঙ্গে এক নারীর প্রেমের টানাপোড়েন-এই ত্রিকোণ প্রেমের গল্প ঘিরেই ‘লভ অ্যান্ড ওয়ার’। ছবিটি মুক্তি পাওয়ার কথা ১৪ আগস্ট, ২০২৬।
3
7
বর্ডার ২: ১৯৯৭ সালের আইকনিক ছবি ‘বর্ডার’-এর সিক্যুয়েল আসতে চলেছে নতুন গল্প নিয়ে। ভারতীয় সেনার বীরত্ব ও আত্মত্যাগের নতুন অধ্যায় দেখাবে এই ছবি। ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন সানি দেওল, নতুন প্রজন্মের প্রতিনিধিত্বে থাকছেন বরুণ ধাওয়ান। মুক্তির দিন ঠিক হয়েছে ২৩ জানুয়ারি, ২০২৬।
4
7
বধ ২: ২০২২ সালের সাড়া জাগানো ছবি ‘বধ’-এর আধ্যাত্মিক সিক্যুয়েল। অভিনয়ে আবারও সঞ্জয় মিশ্র ও নীনা গুপ্ত। অপরাধ, নৈতিকতা এবং সাধারণ মানুষের বিশ্বাসের পরীক্ষা, সব মিলিয়ে নতুন এক টানটান গল্পের প্রতিশ্রুতি দিচ্ছে এই ছবি।
5
7
ধামাল ৪: জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে ফিরছে পুরনো পরিচিত পাগলামি। অজয় দেবগণ থাকছেন এক আইআরএস অফিসারের ভূমিকায়, যিনি এক দুর্নীতিগ্রস্ত রাজনীতিককে নিয়ে তদন্তে নামেন। পুরনো ‘ধামাল’ গ্যাংয়ের কাণ্ডকারখানায় পরিস্থিতি যে আরও জটিল আর মজার হবে, তা বলাই বাহুল্য।
6
7
ভূত বাংলা: প্রিয়দর্শন পরিচালিত এই হরর ছবিটি এখনও রহস্যে মোড়া। অভিনয়ে অক্ষয় কুমার, টাবু, পরেশ রাওয়াল ও ওয়ামিকা গাব্বা। পৌরাণিক কাহিনি, কালো জাদু ও বেদের উপাদান মিলিয়ে এক আলাদা স্বাদের ভয়ের গল্প বলবে ‘ভূত বাংলা’।
7
7
আলফা: যশ রাজ ফিল্মস স্পাইভার্সে প্রথম মহিলা গুপ্তচরের ভূমিকায় আলিয়া ভাট। তাঁর সঙ্গে থাকছেন শর্বরী। বিপজ্জনক মিশনে বুদ্ধি ও সাহসের চূড়ান্ত পরীক্ষা দিতে হবে এই দুই এজেন্টকে।