আগস্ট মাস থেকে বাংলাদেশে নেই সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও তাঁর ছেলে আগেই জানিয়েছিলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই ফিরবেন হাসিনা। গত সপ্তাহে হাসিনা সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই জানান, তিনি বাংলাদেশে ফিরবেন। শহিদদের প্রতিশোধ নেবেন।
2
7
একদিকে বাংলাদেশজুড়ে প্রশ্ন ‘নির্বাচন কবে’?, অন্যদিকে হাসিনার দেশের ফেরার প্রত্যয়ী বার্তা। এসবের মাঝেই পদ্মাপারে আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল।
3
7
সে দেশের জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনের সামনের সারিতে থাকা ছাত্র নেতৃত্ব এবার সরাসরি রাজনীতির ময়দানে।
4
7
যদিও একথা জানা গিয়েছিল আগেই। এবার সামনে এল নয়া দলের আত্মপ্রকাশের দিনক্ষণ। জানা গিয়েছে শুক্রবার উত্তাল বাংলাদেশে আত্মপ্রকাশ করবে আরও একটি নতুন রাজনৈতিক দল।
5
7
দল সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে না এলেও, বাংলাদেশের সংবাদ মাধ্যমসূত্রে খবর, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম হতে পারেন নতুন দলের আহ্বায়ক। সেক্ষেত্রে নাহিদকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়তে হবে।
6
7
বাংলাদেশের সংবাদ মাধ্যমসূত্রে খবর, নয়া দলের শীর্ষ পদ থাকছে ছ’ টি। প্রাথমিকভাবে নতুন দলের ছ'টি শীর্ষ পদ-সহ কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হতে পারে ১০০-১৫০। শুক্রবারেই কেন্দ্রীয় কমিটি ঘোষণার সম্ভাবনা। যদিও পরে প্রায় দ্বিগুন সদস্যএর পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। নয়া দল কীভাবে রাজনীতির ময়দানে, নির্বাচনে এগোবে, তা নিয়ে এখন বিস্তর জল্পনা পদ্মাপারে।
7
7
উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলিতভাবে তৈরি করেছে এই নতুন দল। দলের নাম কী হতে চলেছে, কীই বা হবে নির্বাচনী প্রতীক, নজর সেদিকেই।