ভারতের বিজ্ঞাপনের ইতিহাসে তৈরি হতে চলেছে এক অনন্য রেকর্ড! রণবীর সিং, ববি দেওল ও দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা - এই তিন তারকাকে একসঙ্গে দেখা যাবে দেশের সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপন প্রচারে।
2
9
এই বিজ্ঞাপনটি পরিচালনা করছেন ‘জওয়ান’-খ্যাত পরিচালক অ্যাটলি। মূলত, দেশের এক জনপ্রিয় ফাস্ট ফুড সংস্থার প্রচারের জন্যই তৈরি হচ্ছে এই বিজ্ঞাপন।
3
9
এক সূত্র জানিয়েছে, রণবীর, ববি ও শ্রীলীলাকে নিয়ে অ্যাটলির পরিচালনায় ফাস্ট ফুড সংস্থার বিজ্ঞাপনের বাজেট প্রায় ১৫০ কোটি টাকা! যা এককথায় ভারতের ইতিহাসে অন্যতম বড় ও ব্যয়বহুল বিজ্ঞাপন। এখনও পর্যন্ত বিজ্ঞাপনটি মুক্তি পায়নি, তবে ইতিমধ্যেই বলিউড মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা।
4
9
অবিশ্বাস্য হলেও সত্যি এই বিজ্ঞাপনের বাজেট অনেক সিনেমার চেয়েও বেশি! উদাহরণ হিসেবে ধরা যেতে পারে বিকি কৌশল অভিনীত ‘ছাভা’, যার বাজেট ছিল ১৩০ কোটি। ছবিটি ৬০০ কোটিরও বেশি আয় করেছিল ভারতে। তুলনায়, এই বিজ্ঞাপনের খরচ ছাড়িয়ে গেছে ‘রেইড ২’ (১২০ কোটি), ‘স্ত্রী ২’ (৬০ কোটি) ও ‘সইয়ারা’ (৪৫ কোটি)-এর মতো একাধিক ব্লকবাস্টার ছবিকেও।
5
9
অর্থাৎ, এটিই হতে চলেছে ভারতের সবচেয়ে “সিনেম্যাটিক” বিজ্ঞাপন যেখানে বাজেটও ব্লকবাস্টার, আর পরিচালকও সোজা শাহরুখ খানের ‘জওয়ান’-এর অ্যাটলি।
6
9
এর আগেও রণবীর সিং এই সংস্থার একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন। একবার তো রোহিত শেট্টি পরিচালনা করেছিলেন পুরো একটা শর্ট ফিল্ম-স্টাইলের বিজ্ঞাপন, যেখানে রণবীরের হাই-অকটেন পারফরম্যান্স ছিল ভাইরাল। এই সংস্তাহার অন্য একটি বিজ্ঞাপনে তাঁকে দেখা গিয়েছিল তমন্না ভাটিয়ার সঙ্গে।
7
9
অ্যাটলির এই নতুন বিজ্ঞাপনকে ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। টলিউড ও বলিউড দুই ইন্ডাস্ট্রির মধ্যেই শ্রীলীলার কাস্টিংকে ঘিরে কৌতূহল বাড়ছে। অন্যদিকে, ববি দেওলের সাম্প্রতিক ব্যাক-টু-ব্যাক সাফল্যের পর এই প্রজেক্টে তাঁর উপস্থিতিও আলোচনায়। ইন্ডাস্ট্রির এক সূত্রের ভাষায়, “এটা বিজ্ঞাপন নয়, ছোট্ট একটা ব্লকবাস্টার সিনেমা হতে চলেছে।”
8
9
এই ফাস্ট ফুড সংস্থার বিজ্ঞাপনের পাশাপাশি, রণবীর সিং বর্তমানে ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘ধুরন্ধর’-এর কাজে, যা পরিচালনা করছেন আদিত্য ধর। ছবিতে আরও আছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও অর্জুন রামপাল। ছবির টাইটেল ট্র্যাকের লিরিক্যাল ভিডিও ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে, যা ইতিমধ্যেই দারুণ প্রশংসা কুড়িয়েছে।
9
9
‘ধুরন্ধর’ মুক্তি পাবে ৫ ডিসেম্বর, আর এর আগে রণবীরকে দেখা গিয়েছিল ‘সিংহম এগেইন’-এ, যেখানে ছিলেন অজয় দেবগণ, করিনা কাপুর, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর ও টাইগার শ্রফ।