মঙ্গলের সঙ্গে রাহু জুটি বাঁধলেই তৈরি হয় অঙ্গারক যোগ। ২০২৬ সালেও এই যোগ তৈরি হতে চলেছে। আর এর ফলে নেতিবাচক প্রভাব একাধিক রাশির জীবনে। প্রতিপদে বাধা, বিপত্তির সম্মুখীন হতে হবে। ছবি- সংগৃহীত
2
5
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে তৈরি হবে অঙ্গারক যোগ। কুম্ভ রাশির প্রথম ঘরেই যোগটি তৈরি হবে। এর জেরে ঝড় উঠবে ৩ রাশির জীবনে। জেনে নিন কারা তাঁরা। ছবি- সংগৃহীত
3
5
কুম্ভ: কুম্ভ রাশিতে যেহেতু এই যোগ তৈরি তাই তার কুপ্রভাব পড়বে এই রাশির জাতকদের জীবনেও। কুম্ভ রাশির প্রথম ঘরে তৈরি হবে অঙ্গারক যোগ। এই রাশির স্বাস্থ্য এই সময় বিশেষ ভাল যাবে না। বিঘ্নিত হবে শান্তি। হঠাৎ হঠাৎ আঘাত পেতে পারেন। রাগ এবং একগুঁয়েপনার কারণে ঝগড়া, বিবাদে জড়াবেন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভাল। ছবি- সংগৃহীত
4
5
কর্কট: অপ্রত্যাশিত বিপদ এবং ঝামেলায় জড়িয়ে পড়বেন। জলের মতো টাকা খরচ হবে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন। গুপ্ত শত্রুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। বাড়বে চাপ। ছবি- সংগৃহীত
5
5
কন্যা: ছোটখাটো কারণে বাড়বে শত্রুর সংখ্যা। আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। কাজের কারণে দৈহিক এবং মানসিক দুই চাপ অতিরিক্ত বৃদ্ধি পাবে। স্বাস্থ্যও বিশেষ ভাল যাবে না। ছবি- সংগৃহীত