একের পর এক বিতর্ক। সেই বিতর্কের মুখে পড়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টাও। তার মাঝেই জানা গেল, আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রীর আগ্রা সফর বাতিল। অর্থাৎ তাঁর সফরকালে যে তাজমহল ঘুরে দেখার ইচ্ছা ছিল, তা পূরণ হল না।
2
9
পরিকল্পনা ছিল, তাজমহলে ঘণ্টা দেড় থাকবেন তিনি। তারপর ওই অঞ্চলের একটি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ সারার কথা ছিল বলে জানা গিয়েছে।
3
9
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার তাজমহলে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির নির্ধারিত সফর শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।
4
9
কিন্তু কারণ কী? জানা গিয়েছে কর্মকর্তারা কোনও কারণ উল্লেখ করেননি। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগ্রা পুলিশ জানিয়েছে, সফর বাতিল প্রসঙ্গে ফোন এসেছিল দিল্লি থেকেই।
5
9
আগ্রার ডেপুটি পুলিশ কমিশনার সোনম কুমার বলেছেন যে সফর বাতিলের নির্দেশ দিল্লি থেকে এসেছে, তবে তিনি কোনও নির্দিষ্ট কারণ জানাননি সংবাদ মাধ্যমে।
6
9
তাজমহলে নিযুক্ত ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ (এএসআই) এর একজন সিনিয়র সংরক্ষণ সহকারী জানিয়েছেন, তিনি জানেন সফর স্থগিত হয়েছে। কিন্তু তার কোনও কারণ জানানো হয়নি তাঁকে।
7
9
মুত্তাকি প্রসঙ্গেই উল্লেখ্য, গত শুক্রবার আফগান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে কোনও মহিলা সাংবাদিক প্রবেশ করতে পারেননি। যা নিয়ে বিতর্ক দানা বেঁধে ছিল। ওঠে নিন্দার ঝড়। এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান উইমেনস প্রেস কর্পস (আইডব্লিউপিসি) সহ বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন এই পদক্ষেপকে "বৈষম্যমূলক" বলে সমালোচনা করে।
8
9
তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গেই ভারতের বিরোধী দলগুলি কাঠগড়ায় তোলে নয়াদিল্লিকেও। একই ঘটনার পুনরাবৃত্তি করতে চান না আফগানিস্তানের তালিবান নিয়ন্ত্রিত সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। রবিবার নয়াদিল্লিতে সংবাদ বৈঠক ডেকেছেন মুত্তাকি।
9
9
এবার মহিলা সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সমস্ত সংবাদমাধ্যম কর্মীদের জন্য ওই বৈঠকরে, উন্মুক্ত একটি "অন্তর্ভুক্ত" অনুষ্ঠান হিসাবে বর্ণনা করা হয়েছে।