আজকাল ওয়েবডেস্ক: কথিত রয়েছে, উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বাস্তু ক্রুটি। বাস্তুদোষ থাকা মানেই বাড়িতে সব সময় ঝামেলা-অশান্তি লেগেই থাকো বাস্তুদোষের ফলে মানুষের জীবনে নানা ধরনের সমস্যা আসতে পারে। ঠিক একইভাবে বাস্তুর নিয়ম সঠিকভাবে মেনে চললে আসে সাফল্য, সংসার হয় সুখের। বাস্তুদোষ কাটানোর জন্য কয়েকটি টোটকা ব্যবহার করলেই সুফল পাবেন।
2
8
ঘরের প্রবেশপথটি সবসময়ে পরিষ্কার রাখা উচিত। কারণ বাস্তুমতে, এটিই ঘরের ইতিবাচক শক্তির প্রবেশদ্বার। যা নোংরা হয়ে থাকলে বিশৃঙ্খলা তৈরি করে এবং ইতিবাচক শক্তির প্রবাহকে বাধাগ্রস্ত করে। একইসঙ্গে রান্নাঘরের টেবিল, তাকের মতো বেশি ব্যবহৃত জায়গাগুলি পরিষ্কার রাখার চেষ্টা করুন।
3
8
সূর্যের আলো শুধু ভিটামিন ডি-এর সবচেয়ে ভাল উৎস নয়। বাস্তুমতে, এটি বাড়িতে ইতিবাচক শক্তিও নিয়ে আসে। কথিত রয়েছে, কাজের পরিবেশে সূর্যের আলো প্রবেশ করলে উৎপাদনশীলতা বাড়ে। বাড়িতে পজিটিভ এনার্জি বজায় রাখতে দরজা-জানলা খোলা রাখুন।
4
8
গাছপালাকে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি ও ইতিবাচক শক্তির উৎস বলে মনে করা হয়। বাস্তশাস্ত্র অনুসারে, বাড়ির সঠিক দিকে গাছ লাগালে যেমন নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়, তেমনই ভুল দিকের জন্য অনেক শখ করে লাগানো সুন্দর গাছও বাস্তু দোষের কারণ হয়ে উঠতে পারে।
5
8
বাস্তুর পরামর্শ অনুযায়ী, বাড়িতে সঠিক জায়গায় আয়না রাখা জরুরি। আয়না রাখার জন্য সঠিক জায়গা হচ্ছে উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিক। এতেই বজায় থাকে ঘরের পজিটিভ এনার্জি। ঈশাণ কোণে আয়না রাখা সবচেয়ে শুভ। এতে বাড়ির সদস্যদের মান যশ বাড়ে। এছাড়াও বাড়ির যেখানে টাকা-পয়সা রাখেন, তার সামনে একটা আয়না রাখতে ভুলবেন না! এতে পরিবারে আর্থিক অনটন দূর হবে।
6
8
সকালে উঠে প্রথমে পূর্ব দিকের দরজা বা জানলা খোলার চেষ্টা করুন। পরে অন্যদিকের দরজা বা জানলা খুললেও চলবে। এতে সকালে পূর্ব দিকের রোদ ঘরে ঢুকবে এবং ঘর শুভ শক্তিতে ভরে থাকবে। এছাড়া আর্থিক দিকেও উন্নতি অব্যাহত থাকবে।
7
8
বাড়ির সব জায়গায় বেশি ছবি বা ক্যালেন্ডার টাঙানো উচিত নয়। যদি একান্তই ক্যালেন্ডার টাঙাতেই হয়, তাহলে ক্যালেন্ডার যেন বাতাসে না নড়ে সেদিকে খেয়াল রাখতে হবে । এতে বাড়িতে অশুভ শক্তি বৃদ্ধি পায়।
8
8
বাড়িতে দুটো ঝাঁটা কখনও একসঙ্গে রাখতে নেই। এতে খুব বেশি পরিমাণে পারবারিক অশান্তি হতে পারে। একইসঙ্গে ঝাঁটা কখনো দক্ষিণ দিকে মুখ করে রাখা উচিত নয়। বাড়ির সদর দরজার পাশে ঝাঁটা রাখাও অশুভ বলে গণ্য হয়।