১০টি এমন প্রাণী যারা কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারে, জেনে নিন তাদের নাম
kolkata
১৮ এপ্রিল ২০২৫ ০০ : ০০
শেয়ার করুন
1
10
টার্ডিগ্রেড: এই প্রাণী প্রচণ্ড তাপ, ঠান্ডা, বিকিরণ সহ্য করতে পারে। এমনকি বায়ুশূন্য স্থানেও বেঁচে থাকতে পারে।
2
10
অ্যান্টার্কটিক আইস ফিস: হিমাঙ্কের নীচের জলে বসবাসকারী এই মাছগুলি তাদের রক্তে অ্যান্টিফ্রিজ প্রোটিন তৈরি করে। যর ফলে বরফের মধ্যেও তাঁদের রক্ত জমাট বাঁধে না। তাদের স্বচ্ছ রক্ত এবং ধীর বিপাক ক্রিয়া দক্ষিণ মহাসাগরে বেঁচে থাকতে সাহায্য করে।
3
10
সাহারান সিলভার পিঁপড়ে: দিনের সবচেয়ে গরম সময়ে এই প্রাণীরা নিজেদের আড়াল করে রাখে। তাঁদের বিশেষ পায়ের সাহায্যে ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বেঁচে থাকতে পারে এরা। যার কারণে এই প্রাণীকে পৃথিবীর সবচেয়ে তাপ-সহনশীল পোকামাকড় বলা হয়।
4
10
কাঠের ব্যাঙ: শীতকালে এই প্রাণীর শরীর জমে যায়। বসন্তে তা ঠিক হয়।
5
10
পোম্পাই ওয়ার্ম: গভীর সমুদ্রে হাইড্রোথার্মাল ভেন্টের কাছে দেখতে পাওয়া যায় এই প্রাণীগুলিকে। নিজেদের শরীরকে ব্যাকটেরিয়া দিয়ে আবৃত করে রাখে এই প্রাণীগুলি।
6
10
উট: মরুভূমিতে বেঁচে থাকতে পারে এই বিরাট প্রাণী। দিনের পর দিন জল ছাড়া বেঁচে থাকতে পারে উট। তীব্র তাপ সহ্য করতে পারে। এমনকি মরুভুমির বালি এড়াতে এরা তাদের নাকের ছিদ্রও বন্ধ করতে পারে। সম্ভবত এই কারণেই তাদের মরুভূমির জাহাজ বলা হয়।
7
10
হিমালয়ান জাম্পিং স্পাইডার: ৬,৫০০ মিটারের বেশি উচ্চতায় বসবাসকারী এই মাকড়সাগুলো হিমাঙ্কের তাপমাত্রা এবং কম অক্সিজেনে বেঁচে থাকতে পারে। এরা বাতাসে উড়ে যাওয়া ছোট পোকামাকড় খায়।
8
10
ডেভিল ওয়ার্ম: দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে ৩.৬ কিলোমিটার গভীরে এরা বাস করে। কম অক্সিজেনযুক্ত পরিবেশে বেঁচে থাকে পারে এরা। এবং ব্যাকটেরিয়া খায়।
9
10
আলপাইন আইবেক্স: এই বন্য ছাগলগুলি আল্পস পর্বতমালায় বাস করে। নজরকাড়া কায়দায় পর্বতে চড়তে পারে এই প্রাণীগুলি।
10
10
রোটিফার: শুকিয়ে গিয়ে আবার জীবিত হতে পারে এই প্রাণীগুলি। এরা বিকিরণ এবং বিষাক্ত রাসায়নিক প্রতিরোধ করতে পারে। এই ক্ষুদ্র প্রাণীগুলি প্রমাণ করে দেয় যে ক্ষুদ্রতম জীবেরা বেঁচে থাকার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে।