সংবাদসংস্থা মুম্বই: অবশেষে চর্চিত প্রেমিক জাহির ইকবালের সঙ্গেই আজ অর্থাৎ ২৩ জুন গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। হিন্দু বা ইসলাম রীতি মেনে নয়। রেজিস্ট্রি করেই বিয়ের পর্ব সারবেন এই জুটি। এই বিয়েতে পাত্র বা পাত্রী কারোরই কোনও ধর্ম পরিবর্তনের প্রশ্নই ওঠে না, তা আগেই সাফ জানিয়ে দিয়েছেন জাহির ইকবালের বাবা। বিয়ে নিয়ে মতো বিরোধ, মনোমালিন্য সব কাটিয়ে মেয়ে জামাইয়ের মাথার উপর আশীর্বাদের হাত রেখেছেন শত্রুঘ্ন সিনহা এবং তাঁর স্ত্রী পুণম সিনহা।
রেজিস্ট্রির পর শাহী রিসেপশনের আয়োজন করেছেন সোনাক্ষী-জাহির। মুম্বইয়ের বিলাসবহুল বাস্তিয়ানে আয়োজিত হতে চলেছে বিবাহ পরবর্তী অনুষ্ঠান। যদিও এই আয়োজন খুবই ব্যক্তিগত রেখেছেন এই জুটি। এই বিষয়ে ডি জে গণেশ মুম্বই সংবাদ মাধ্যমকে জানান, "কমপক্ষে ১০০০ অতিথি আমন্ত্রিত থাকছেন। সারা রাত বলিউডের ফিল্মি কায়দায় চলবে অনুষ্ঠান।"
মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাত ৮টা থেকে শুরু হবে এই রিসেপশন পার্টি। চলবে ভোর ৪টে পর্যন্ত। বিশাল এই আয়োজনে সামিল থাকবেন বলিউডের নামজাদা তারকারা। 'হীরামাণ্ডি'র পুরো টিম সহ সলমন খানও উপস্থিত থাকবেন। সোনাক্ষীর আবদারে বিশেষ পারফর্মও করতে পারেন অভিনেতা।
