সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
'আলফা'র জন্য কঠোর প্রশিক্ষণ আলিয়ার
যশ রাজ ফিল্মসের আসন্ন স্পাই ইউনিভার্স ছবি 'আলফা'-এ আলিয়া ভাট ধরা দেবেন একেবারে অন্য অবতারে। একজন গুপ্তচরের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। এই ছবিতে ৬টি বড় অ্যাকশন দৃশ্য রয়েছে। যার শুটিং শুরু হয়েছে ৫ জুলাই থেকে। মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই ছবির জন্য চার মাস ধরে নিজেকে প্রস্তুত করেছেন আলিয়া। নিয়েছেন কঠোর প্রশিক্ষণও। যাতে পর্দায় অ্যাকশন দৃশ্যে নজরকাড়া লুকে দর্শকের কাছে ধরা দিতে পারেন তিনি।
টম ত্রুজের সঙ্গে তাহা
'হীরামণ্ডি'তে অভিনয় করার পর অনুরাগী সংখ্যা আগের থেকে অনেকাংশে বেড়েছে অভিনেতা তাহা শাহ বদুশার। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে সিনেওয়ার্ল্ড লিসেস্টার স্কোয়ারে হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ত্রুজের সঙ্গে। অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এবং টম ত্রুজের একজন বড় অনুরাগী হিসেবে তাঁর কাছে এই মুহূর্ত চির স্মরণীয় হয়ে থাকবে এই কোথাও বলেন তাহা।
৪০০ মেয়েকে বাঁচালেন সুনীল
বলিউড অভিনেতা সুনীল শেঠি একজন সমাজ সংস্কারক হিসেবেও পরিচিত। সম্প্রতি মুম্বই সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে অভিনেতা উল্লেখ করেছেন যে তিনি মেয়েদের পাচার থেকে বাঁচাতে কাজ করতেন। এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৪০০ মেয়েকে বাঁচিয়েছেন অভিনেতা। এবং এই উদ্যোগের সমস্ত কৃতিত্ব তিনি তাঁর শাশুড়ি মা বিটলা কাদরীকে দিয়েছেন।
'আলফা'র জন্য কঠোর প্রশিক্ষণ আলিয়ার
যশ রাজ ফিল্মসের আসন্ন স্পাই ইউনিভার্স ছবি 'আলফা'-এ আলিয়া ভাট ধরা দেবেন একেবারে অন্য অবতারে। একজন গুপ্তচরের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। এই ছবিতে ৬টি বড় অ্যাকশন দৃশ্য রয়েছে। যার শুটিং শুরু হয়েছে ৫ জুলাই থেকে। মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই ছবির জন্য চার মাস ধরে নিজেকে প্রস্তুত করেছেন আলিয়া। নিয়েছেন কঠোর প্রশিক্ষণও। যাতে পর্দায় অ্যাকশন দৃশ্যে নজরকাড়া লুকে দর্শকের কাছে ধরা দিতে পারেন তিনি।
টম ত্রুজের সঙ্গে তাহা
'হীরামণ্ডি'তে অভিনয় করার পর অনুরাগী সংখ্যা আগের থেকে অনেকাংশে বেড়েছে অভিনেতা তাহা শাহ বদুশার। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে সিনেওয়ার্ল্ড লিসেস্টার স্কোয়ারে হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ত্রুজের সঙ্গে। অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এবং টম ত্রুজের একজন বড় অনুরাগী হিসেবে তাঁর কাছে এই মুহূর্ত চির স্মরণীয় হয়ে থাকবে এই কোথাও বলেন তাহা।
৪০০ মেয়েকে বাঁচালেন সুনীল
বলিউড অভিনেতা সুনীল শেঠি একজন সমাজ সংস্কারক হিসেবেও পরিচিত। সম্প্রতি মুম্বই সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে অভিনেতা উল্লেখ করেছেন যে তিনি মেয়েদের পাচার থেকে বাঁচাতে কাজ করতেন। এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৪০০ মেয়েকে বাঁচিয়েছেন অভিনেতা। এবং এই উদ্যোগের সমস্ত কৃতিত্ব তিনি তাঁর শাশুড়ি মা বিটলা কাদরীকে দিয়েছেন।
