টলিপাড়ায় দুই নায়ক-নায়িকার দ্বন্দ্ব এখনও মেটেনি! বহাল রয়েছে তর্জা। পরিস্থিতি এবার আরও গুরুতর রূপ নিয়েছে। কথা হচ্ছে জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়কে নিয়ে। এবার নাকি 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক থেকে সরে আসার চিন্তাভাবনা করছেন। শুধু তাই-ই নয়, অভিনেত্রী মহিলা কমিশন এবং আর্টিস্ট ফোরামের দ্বারস্থও হয়েছেন বলে খবর।
জিতু-দিতিপ্রিয়ার এই দ্বন্দ্ব নিয়ে এবার পরোক্ষভাবে কটাক্ষ করলেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। তাঁকে এই মুহূর্তে দর্শক স্টার জলসার ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'তে দেখছেন। সমাজমাধ্যমে জিতু-দিতিপ্রিয়ার এই বিতণ্ডার ঘটনাকে কটাক্ষ করে একটি পোস্ট করেছে 'লক্ষ্মী ঝাঁপি'র ফ্যান গ্রুপ।
সেই পোস্টে লেখা, 'জানো কাঁসাইদি,একটা ধারাবাহিক চর্চায় ও টপ লিস্টে রাখার জন্য আবার নাটক শুরু করেছে, প্রথমে সমাজমাধ্যমে স্ক্রিনশট দিয়ে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেল।আবার একটু রেটিং পড়তেই নতুন নাটক শুরু করল,কয়দিন আগে নায়কই ধারাবাহিক ছেড়ে দিল শুনলাম,আবার দেখলাম সমাজমাধ্যমে লিখেছে কলাকুশলীদের জন্য আবার নাটক করতে ফিরে এসেছে। আজ শুনছি ফ্যানদের কাছে ঝাড় খেয়ে নায়িকাই ধারাবাহিক ছাড়ছে। বলছি রেটিং বাড়ানো জন্য ওরা আর কত কাঠিবাজি করবে, মা ছাড়া লক্ষী কিন্তু সবটা দেখছে,এবার তোমার বিয়ে নীলুর সাথে দিয়েই ছাড়ব।'

এই পোস্টটি নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ারও করেছেন শ্রীপর্ণা। আসলে স্টার জলসার 'লক্ষ্মী ঝাঁপি' ও জি বাংলার 'চিরদিনই তুমি যে আমার' একে অপরের প্রতিপক্ষ। কারণ দুটি ধারাবাহিকই সন্ধে সাড়ে ছ'টায় সম্প্রচারিত হয়। এর আগে যখন 'লক্ষ্মী ঝাঁপি' শুরু হয়, তখন ওই ধারাবাহিককে কটাক্ষ করেছিলেন জিতুও। সমাজমাধ্যমে জিতু লিখেছিলেন, 'দিতিপ্রিয়া লক্ষ্মী মেয়ে, তাঁকে ঝাপটি দিয়ে ধরলে হয় লক্ষ্মী ঝাঁপি।' সেই সময় এই ট্রোলের জবাব 'লক্ষ্মী ঝাঁপি' টিম না দিলেও এবার পাল্টা কটাক্ষে জিতু-দিতিপ্রিয়াকে বিঁধলেন শ্রীপর্ণা।
প্রসঙ্গত, এখন 'লক্ষ্মী ঝাঁপি'র গল্পে দেখানো হচ্ছে যে কাঁসাই বাড়ি থেকে নিখোঁজ। তবে কাঁসাই কে খুঁজে পেলো ঝাঁপি ও নীলু। ঝাঁপি ও নীলু ছদ্মবেশ ধারণ করে কাঁসাইয়ের কাছে পৌঁছে যায়। বাইরে থেকে ঝাঁপি কাঁসাইয়ের কাছে একটা কাগজে কিছু লিখে পাঠায়। কাঁসাই কাগজের লেখা পড়েই জানালার কাছে ছুটে যায়। তারপর ঝাঁপিকে দেখে প্রথমে ভয় পেয়ে যায়। ঝাঁপি কথা বললে তারপর কাসাই বুঝতে পারে ঝাঁপি এসেছে। কিন্তু এরপরই ঘটে বিপত্তি। কাঁসাই ঝাঁপির সাথে কথা বলার সময় দীপের বাবা চলে আসে। এসেই দেখে কাসাই জানালার কাছে দাঁড়িয়ে কারওর সঙ্গে কথা বলছে। কাঁসাই ও ঝাঁপি কি ধরা পড়ে যাবে? নাকি ঝাঁপি কাঁসাইকে নিয়ে যেতে পারবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
