সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনের চর্চিত জুটি অভিনেত্রী তমান্না ভাটিয়া এবং অভিনেতা বিজয় বর্মা। 'লাস্ট স্টোরিজ ২’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যায় বিজয়-তমন্নাকে। সেইসময় তাঁদের রসায়ন নজর কেড়েছিল দর্শকের। সেই সিরিজের শুটিং সেট থেকেই প্রেমে পড়েন দু'জন। যদিও কখনওই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেননি কেউই। 

 

 

মাঝেমধ্যেই মুম্বইয়ের রাজপথে, শপিং মলের বাইরে কিংবা সিনেমা হলে একসঙ্গে দেখা যায় জুটিকে। এমনকী বিদেশ ভ্রমণের সময় এয়ারপোর্টেও পাপারাৎজ্জিদের মুখোমুখি হন তাঁরা। এতদিন হাসিমুখে বহু অনুষ্ঠানে ধরা দিয়েছেন তাঁরা। এবার জানা যাচ্ছে, বিচ্ছেদের পথে হাঁটছেন এই জুটি। 

 


এই জল্পনা এখন তুঙ্গে। বলিপাড়ার অন্দরের খবর, কয়েক সপ্তাহ আগেই আলাদা হয়েছে বিজয়-তমন্নার পথ। মুম্বই সংবাদমাধ্যমকে এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, "কয়েক সপ্তাহ আগেই তমন্না এবং বিজয় এই সিদ্ধান্ত নেন। তবে তাঁরা ভালো বন্ধু থাকবেন। তাঁরা দু’জনেই তাঁদের কাজে মনোযোগ দেবেন বলে ঠিক করেছেন এবং কঠোর পরিশ্রমও করছেন।" তবে বলিপাড়ায় চর্চা চললেও নিজেদের সম্পর্কের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন বিজয়-তমন্না।