সংবাদ সংস্থা মুম্বই: মুখে কিছু বলেননি, কিন্তু ইনস্টাগ্রামে একটা ‘লাইক’ দিয়েই সোজাসাপ্টা বার্তা দিলেন তমন্না ভাটিয়া—তিনি এই ‘চুপ করে থাকো, মেনে নাও’ সংস্কৃতিতে আর নেই! সম্প্রতি, সমাজমাধ্যমে একটি রিল লাইক করেছেন তমন্না, যেখানে বলা হয়েছে মেয়েরা এখন আর যা যা প্রোপাগান্ডা মানতে রাজি নন—যেমন, লিঙ্গ বৈষম্য, ওভারটাইমের চাপ, অপেশাদার পরিবেশ, পুরুষতন্ত্র, দ্বিচারিতা আর অসম্মান।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by cowboy padukone ???? (@thepikaverse)
এই রিলে রয়েছে দীপিকার সেই ভাইরাল ভিডিও, যেখানে সাংবাদিকের প্রশ্নে মুখে ঝামা ঘষে দিয়ে তিনি বলে উঠেছিলেন - “এক্সকিউজ মি! এটা আমার নিজের টাকা। কে বলেছে রণবীর দিয়েছে? আমার নিজের টাকায় ছবি বানিয়েছি।”
অন্যদিকে, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা নাম না করে সরাসরি ইঙ্গিত দিয়েছেন — ছবির প্লট ফাঁস হয়েছে দীপিকা-র দিক থেকেই। একই সঙ্গে অন্য নায়িকার ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও উসকে দিয়েছেন বিতর্ক। এই পরিস্থিতিতে তমন্নার একটি সরল ‘লাইক’ যেন বিতর্কের আগুনে ঘি ঢেলে দিল—কিন্তু একদম নিজস্ব কায়দায়, সাহসের সঙ্গে, ইন্ডাস্ট্রির অভ্যন্তরীন রাজনীতির বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়ে।