সংবাদসংস্থা মুম্বই: 'টি-সিরিজ'-এর অধিকর্তা ভূষণ কুমার ফের কাজ করতে চলেছেন দক্ষিণী ছবির পরিচালকের সঙ্গে। সন্দীপ রেড্ডি বঙ্গার সঙ্গে হাত মিলিয়ে পরিচালকের প্রথম হিন্দি ছবি 'কবির সিং' পর্দায় এনেছিলেন তিনি। ছবিতে শাহিদ কাপুর ও কিয়ারা আডবানির জুটিকে দারুণ ভালবাসা দিয়েছিলেন দর্শক। 


এবার ভূষণ কুমার জুটি বাঁধতে চলেছেন পরিচালক রাজকুমার পেরিয়াসামির সঙ্গে। পরিচালকের 'আমরণ' ছবিটি সাড়া ফেলে দিয়েছে দর্শক মহলে। এই ছবিতে জুটি হিসাবে দেখা গিয়েছে শিবকার্তিকেয়ন ও সাই পল্লবীকে। আগেই খবর এসেছিল এবার রাজকুমার কাজ করতে চলেছেন অভিনেতা ধনুষের সঙ্গে। টানটান উত্তেজনাপূর্ন রহস্যে ঘেরা ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। তবে এর মাঝেই আরও একটি নতুন ছবির পরিকল্পনায় রাজকুমার। 


এবার হিন্দি ছবির জগতে ডেবিউ করতে প্রস্তুত পরিচালক। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন ভূষণ কুমার। মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে রাজকুমার বলেন, "ভূষণ 'আমরণ' দেখে খুব প্রশংসা করেছিলেন। তারপর থেকেই দু'জন একসঙ্গে কাজ করার পরিকল্পনা করি। অবশেষে তা পূরণ হতে চলেছে।" 


মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই মুহূর্তে চলছে চিত্রনাট্য তৈরির কাজ। সেই সঙ্গে চলছে অভিনেতা নির্বাচন পর্ব। সবকিছু ঠিক থাকলে ২০২৫-এ শুটিং ফ্লোরে যাবে ছবিটি। এই ছবি মুক্তি পাবে গোটা ভারত জুড়ে, এমনটাই জানিয়েছেন নির্মাতারা।