নিজস্ব সংবাদদাতা: ধারাবাহিক শুরু হওয়ার আগেই নায়িকা বদল। কিছুদিন আগে জানা গিয়েছিল জি বাংলার নতুন ধারাবাহিকে প্রথমবার দর্শক জুটি বাঁধতে দেখবেন নীল ভট্টাচার্য ও স্বীকৃতি মজুমদারকে। কিন্তু এর মাঝেই নায়িকার চরিত্রে এল বড়সর বদল। স্বীকৃতি নন নীলের বিপরীতে নায়িকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলিকে। কিন্তু হঠাৎ কেন এই বদল? 

এই বিষয়ে জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে স্বীকৃতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এই চরিত্রটি এই মুহূর্তে করছি না আমি। লুক সেট হয়ে গেলেও ব্যক্তিগত কিছু কারণে এই ধারাবাহিক থেকে সরে এলাম। বাকি সিদ্ধান্ত চ্যানেল কর্তৃপক্ষের। এই মুহূর্তে ধারাবাহিক থেকে বিরতি নিতে চাই। খুব তাড়াতাড়ি নতুন কোনও কাজ নিয়ে ফিরব।"

প্রসঙ্গত, নীলকে শেষ দেখা গিয়েছিলো ষ্টার জলসার 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে। অন্যদিকে শ্যামৌপ্তিকে 'গুড্ডি' ধারাবাহিকে দেখেছিলেন দর্শক, প্রযোজনা সংস্থা এন আইডিয়াজের তরফে আসছে নতুন এই ধারাবাহিক। নাম এখনও চূড়ান্ত হয়নি।। এবার একসঙ্গে নতুন ধারাবাহিকে জুটি বেঁধে দর্শক মনে কতটা জায়গা করে নিতে পারেন তাঁরা এখন সেটাই দেখার।