বর্তমানে বিচ্ছেদ প্রসঙ্গে ফের চর্চায় উঠে এসেছেন গোবিন্দা ও সুনীতা আহুজা। তাঁদের বিচ্ছেদের মামলা হলেও নাকি এখন সব মিটমাট হয়ে গিয়েছে, এমনটাই খবর এসেছে। এসবের মাঝেই ফের বিস্ফোরক সুনীতা। তবে গোবিন্দা কিংবা তাঁর বৈবাহিক জীবন নিয়ে নয়। ছেলে যশবর্ধন আহুজার বলিউড ডেবিউ নিয়ে সরব তিনি। 

 

বর্তমানে 'সাইয়ারা' জ্বরে কাঁপছে গোটা দেশ। অহন পাণ্ডে ও অনিত পাড্ডার এই ছবি সাড়া ফেলে দিয়েছে বিনোদন জগতে। বর্তমানে সিনেমাহলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস এবং ইচ্ছে দুই-ই হারিয়েছেন দর্শক। কবে ওটিটিতে আসবে পছন্দের ছবিটি সেই অপেক্ষায় দিন গোনেন অনেকেই। তবে এই হিসেবটা 'সাইয়ারা'র ক্ষেত্রে তেমনভাবে মেলেনি। পর্দায় 'কৃষ কাপুর' ও 'বাণী বত্রা'কে দেখতে ভিড় জমিয়েছিলেন দর্শক। মোহিত সুরির পরিচালনায় 'সাইয়ারা' ছবিতে অহন ও অনিতের রসায়ন দেখে চোখ ফেরাতে পারেননি দর্শক। এবার এই জুটিকে খুব তাড়াতাড়ি ওটিটির পর্দায় পেতে চলেছেন দর্শক। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ১২ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এই ছবিটি। 

 

'সাইয়ারা' মুক্তির পর অনেক বিতর্ক তৈরি হয়েছিল। এক নেটিজেন লিখেছিলেন 'যশবর্ধন এত হ্যান্ডসাম, সাইয়ারায় ওকেই নায়ক করা উচিৎ ছিল।' সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে সুনীতা আহুজা এই মন্তব্যের জবাব দিতে গিয়ে বলেন, "আমিও শুনেছি এমন অনেক কথা। আসলে ওঁরা সবাই যশের শুভাকাঙ্ক্ষী। কিন্তু আমার ছেলে সাইয়ারার থেকে অনেক ভাল ছবিতে অভিনয় করতে চলেছে।" 

পরিচালক সাই রাজেশের তেলুগু ছবি 'বেবি'র হিন্দি রিমেকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হওয়ার কথা যশবর্ধনের। মায়ের চোখে যে ছেলেই সেরার সেরা তা নিজের এই মন্তব্যের দ্বারা আরও একবার প্রমাণ করলেন সুনীতা। 

 

ওই সাক্ষাৎকারে সুনীতা, রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাদানিকে নিয়েও কথা বলেন। তাঁর কথায়, "রাশা আমার ছেলের বন্ধু। ওর ছবি সিনেমাহলে গিয়ে দেখেছিলাম। তবে সামনাসামনি কখনও দেখা হয়নি আমাদের। রবিনা আমার সঙ্গে যোগাযোগ করেছিল যখন ওর মেয়ের ডেবিউ হয়। কিন্তু সেই সময় জয়পুরে ছিলাম, তাই আসতে পারিনি। রাশাকে পর্দায় দেখে মনে হচ্ছিল রবিনার ছোটবেলাকে দেখছি। বলিউডে নতুন মুখ যাঁরা আসছেন, যেসব বাচ্চারা নিজের পরিচিতি গড়ে তুলছে, তাদের সবার জন্য শুভকামনা। সবাই যেন নিজ নিজ ক্ষেত্রে খুব সফল হয়।"

 

আরও পড়ুন: গণপতির আরাধনা থেকে শতহস্ত দূরে থাকবেন শিল্পা ও রাজ কুন্দ্রা! জালিয়াতির অভিযোগের পর কেন এমন সিদ্ধান্ত তারকা দম্পতির?

 

প্রসঙ্গত, গোবিন্দা-সুনীতার বিচ্ছেদের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গোবিন্দার আইনজীবী ললিত বিন্দ্রা পুরো বিষয়টিকেই গুজব হিসেবে উড়িয়েছেন। মুম্বই সংবাদমাধ্যমকে তিনি বলেন, "এই বিষয়ে আদালতে কোনও মামলা নেই। সব নিষ্পত্তি হয়ে গিয়েছে। অযথা পুরোনো বিষয়কে তুলে আনা হচ্ছে।" গোবিন্দা-সুনীতার এক ঘনিষ্ঠ সূত্র মুম্বই সংবাদমাধ্যমকে জানিয়েছে, গণেশ চতুর্থীতে সব জল্পনার অবসান হয়ে যাবে। আবার দু'জনকে নাকি এক ফ্রেমে দেখা যাবে।

 

অন্যদিকে, গোবিন্দার ম্যানেজার শশীর কথায়, "প্রতিটি দম্পতির মধ্যেই কিছু মনোমালিন্য থাকে। এগুলি সব পুরোনো কথা, যা এখন মশলা মিশিয়ে নিজেদের স্বার্থে নেটিজেনরা ব্যবহার করার চেষ্টা করছে।"