ফের চর্চায় গোবিন্দা-সুনীতা আহুজা। গোবিন্দা ও সুনীতার দাম্পত্যে নাকি ভাঙন ধরেছে! এমন গুঞ্জন রটেছিল বলিপাড়ার অন্দরে। তবে এই খবরকে ভুয়ো বলে দাবি করেন সুনীতা। জানান, গোবিন্দার সঙ্গে তাঁর সম্পর্ক অটুট। কোনও তৃতীয় ব্যক্তি কিংবা অন্য কোনও কারণে কখনওই গোবিন্দাকে ছেড়ে যাবেন না তিনি। তবে এবার জানা যাচ্ছে, সত্যিটা এতদিন ধরে গোপন করেছিলেন সুনীতা। 

 


সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বৈবাহিক জীবনের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন সুনীতা। তিনি জানান, গত এক বছর ধরে তিনি এবং তাঁর পরিবার মানসিক চাপের মধ্যে রয়েছেন। তাঁদের পরিবারের উপর আঙুল তুলছেন মানুষ, যা তিনি সহ্য করতে পারছেন না। গোবিন্দার সঙ্গে তাঁর সুখের সংসারও ভেঙে ফেলার চেষ্টা করছেন অনেকে, যা তিনি কখনও হতে দেবন না। তাঁর বিশ্বাস ভগবান সেই সব মানুষদের শাস্তি দেবেন। এই কথা বলতে গিয়েই চোখে জল চলে আসে সুনীতার।

 

তবে এবার জানা গেল, সত্যি সত্যিই বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন গোবিন্দা-সুনীতা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এমনটাই।‌ এই তারকা  দম্পতির বিবাহবিচ্ছেদের মামলার কিছু বিস্তারিত তথ্য জেনেছে মুম্বইয়ের এক সংবাদমাধ্যম। জানা গিয়েছে, সুনীতা আহুজা ২০২৪ সালের ৫ ডিসেম্বর বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। 

 

গোবিন্দা-পত্নী বিচ্ছেদের কারণ হিসেবে পরকীয়া, নিষ্ঠুরতা, পরিত্যাগকে উল্লেখ করা হয়েছে। আদালত গোবিন্দাকে সমন পাঠালেও তিনি হাজিরা দেননি। ফলে ২০২৫ সালের মে মাসে শো-কজ নোটিশ জারি করা হয়। চলতি বছরই সালের জুন মাস থেকে আদালত দম্পতির মধ্যে দূরত্ব মেটানোর চেষ্টা করছে। সুনীতা আহুজা নিয়মিত আদালতে হাজিরা দিলেও গোবিন্দাকে অনুপস্থিত। 

 

আরও পড়ুন: আটকে গেল ‘রাউডি রাঠৌর ২’! কেন বাতিল অক্ষয়ের হিট ছবির সিকুয়েল, রয়েছে বড় কারণ

 

এদিকে, গোবিন্দা এবং সুনীতা আহুজার ডিভোর্স নিয়ে গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। যদিও সুনীতার টিম এই গুঞ্জন নাকচ করলেও ২০২৫-এর ফেব্রুয়ারিতে গোবিন্দার টিম নিশ্চিত করে যে সুনীতা আহুজা ৬ মাস আগে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন। তবে তাঁরা একে অপরের সঙ্গে বিষয়টি মিটিয়ে নিয়েছেন।

 

দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য বলি-অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার। কিন্তু বেশ কিছুদিন হল তাঁরা নাকি এক ছাদের তলায় থাকেন না। এহেন আবহে বলিপাড়ায় ফিসফাস শুরু হয়েছে, বিবাহবিচ্ছেদের পথে গোবিন্দা-সুনীতা। আর এর পিছনে নাকি রয়েছে গোবিন্দার বিবাহ-বহির্ভূত সম্পর্ক।

 

যদিও বারবার বিচ্ছেদের গুঞ্জনকে নাকচ করেছেন সুনীতা। এমনকী আগে এক সাক্ষাৎকারে আলাদা থাকা প্রসঙ্গে অভিনেতার স্ত্রী বলেন, ‘‘আমরা আলাদা থাকি কারণ গোবিন্দা যখন রাজনীতিতে যোগদান করলেন, তখন আমার মেয়ে বড় হচ্ছিল, এবং দলীয় কর্মীরা প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। আমরা বাড়িতে শর্টস পরে থাকি। তাই ঘন ঘন বহিরাগতরা আসায় অস্বস্তি বোধ করতাম। সেকারণেই আলাদা অফিস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’’ শুধু তাই নয়, বেশ জোর গলায় সুনীতা জানান, “এই পৃথিবীতে যদি কেউ আমাকে এবং গোবিন্দাকে আলাদা করার সাহস করেন, তাহলে তাঁকে আমার মুখোমুখি হতে হবে।’’