নিজস্ব সংবাদদাতা: এইমুহূর্তে টলিপাড়া তোলপাড় সাহেব ভট্টাচার্য-কে নিয়ে। টলিউডের জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্যর একটি অত্যন্ত গোপন মুহূর্তের ভিডিও সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল, তবে এই ভিডিওর সত্যতা যাচাই না করেই নানান কটাক্ষ করা হচ্ছে অভিনেতাকে। যদিও এই বিষয়ে তিনি কোনও কথা বলতে চাননি, কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত ভাবে যে এই ঘটনা ঘটানো হয়েছে, তা বেশ বোঝা যায়। এবার এই বিষয় নিয়ে প্রথমবার সামাজিক মাধ্যমে নিজের বক্তব্য লিখলেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।

 

কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন মানুষের মুঠোফোনে ঘুরে বেড়াচ্ছে একটি ভিডিও। ফিসফাস, সেই গোপন ভিডিও নাকি অভিনেতা সাহেব ভট্টাচার্য-র। বহু মানুষ তা উপভোগ করছেন এবং তারপর অভিনেতাকে নানান ভাবে কটাক্ষ করছেন, হেনস্থা করে চলেছেন সমাজমাধ্যমে। অনেকেই উস্কানিমূলক মন্তব্যও করছেন। এই পরিস্থিতিতে সাহেব ভট্টাচার্যর মনের অবস্থা ঠিক কী, তা কেউ ভাবছেন না। 

 

 

এই ধরনের ঘটনা প্রথম নয়। আগেও একাধিকবার ঘটেছে, তবে যাদের সঙ্গে ঘটে তারা ঠিক কতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করেন, তা হয়ত অনেকেই বোঝেন না। এই আবহে সাহেব ভট্টাচার্যের পাশে দাঁড়ালেন অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। 

 

সমাজমাধ্যমে তিনি লিখেছেন, 'আমি সাহেবের ভিডিওটি দেখেছি এবং এতে আমি কোনও ভুল দেখি না কারণ এটি একটি ব্যক্তিগত মুহূর্ত এবং তারা উভয়ই প্রাপ্তবয়স্ক। তাই তারা জানত তারা কী করছে। যে ব্যক্তি তার খ্যাতির জন্য এবং সাহেবকে লজ্জা দেওয়ার জন্য (কারণ তিনি একজন জনসাধারণের ব্যক্তিত্ব) ২ মিনিটের জন্য এটি প্রচার করেছিলেন তিনি সম্ভবত জীবন সম্পর্কে অসন্তুষ্ট। আমাদের সকলেরই নিজস্ব কল্পনা এবং অ্যাডভেঞ্চার রয়েছে। তাই কোনও অপরাধবোধ থাকা উচিত নয়। লোকেরা পর্ন দেখে। তারা করে। এটা কোনও অপরাধ নয়।"

 

অন্যদিকে, অভিনেতা নিজে এ বিষয়ে কথা বলতেই চান না, এমন অনভিপ্রেত বিষয় নিয়ে কেন-ই বা কথা বলবেন তিনি। যৌনতা আজও মানুষের কাছে অত্যন্ত গোপন একটি বিষয়। লুকিয়ে যা উপভোগ করেন মানুষ, সরাসরি তা নিয়ে কথা বলতেও পিছিয়ে যান। তবে এই ভিডিওকে কেন্দ্র করে অভিনেতা সাহেব ভট্টাচার্যকে যেভাবে কটাক্ষ করা হচ্ছে, তা সত্যিই নিন্দনীয়। ভিডিওতে নগ্ন অবস্থায় দেখা যাচ্ছে যাঁকে, তাঁর সঙ্গে সাহেব ভট্টাচার্যর নাম জুড়ে দেওয়া হচ্ছে। মোট কথা, বোঝাই যায় এই ভিডিও আসলে অত্যন্ত গোপন মুহূর্তের। এইভাবে যে তা প্রকাশ্যে চলে আসবে কখনই ভাবেননি কেউ।  

 

এই মুহূর্তে স্টার জলসার 'কথা' ধারাবাহিকে এভি-র চরিত্রে অভিনয় করছেন সাহেব। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি 'চন্দ্রবিন্দু'। এই ধারাবাহিকের মাধ্যমে বহু বছর পর আবার ছোটপর্দায় ফেরা, তেমন ভালবাসাও পেয়েছেন সাহেব। তবে এই ক'দিনে হয়ত জীবনটা খানিকটা বদলেছে অভিনেতার, চেনা অচেনা বিভিন্ন মানুষের কাছে এই গোপন মুহূর্তের ভিডিও, যার সঙ্গে জড়িয়েছে তাঁর নাম। এককথায়, যা কল্পনাতীত। তবে সম্ভবত এই বিষয়কে খুব একটা গুরুত্ব দিতে চান না সাহেব ভট্টাচার্য। 

 

উল্লেখ্য, কৃত্রিম মেধা (এআই)- এর মাধ্যমে একাধিক তারকাদের এমন নগ্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, আইনি পদক্ষেপও নিয়েছেন তাঁরা।