গত বেশ কয়েকদিন ধরেই নায়িকা ছাড়াই চলেছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিং। শোনা গিয়েছিল, গত বুধবার চারজনের লুক সেট হয়েছে। তারপর অডিশন। এবং তাঁদের মধ্যে থেকেই নাকি বাছাই করা হয়ে গিয়েছে নতুন ‘অপর্ণা’কে! জোর খবর, ‘অপর্ণা’ হিসাবে ছোটপর্দায় দেখা যাবে মঞ্চাভিনেতা শিরিণ পালকে। এখনও পর্যন্ত এই বিষয়ে প্রযোজনা সংস্থা, চ্যানেল কর্তৃপক্ষর তরফে কিছু ঘোষণা করা হয়নি। 

 

প্রসঙ্গত, শিরিণ বহু বছর ধরেই মঞ্চে অভিনয় করছেন। তিনি ঝাড়গ্রামের মেয়ে। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনা করছেন। তিনি এখন মাস্টার্সের ছাত্রী। ‘ঝাড়গ্রাম কথাকৃতি’ নামে একটি দলে অভিনয়ে তাঁর হাতেখড়ি। এর আগে জি ফাইভের ওয়েব সিরিজ 'বুলেট'-এ দেখা গিয়েছিল তাঁকে। শিরিণের সঙ্গে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন। তিনি অবশ্য জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ তাঁকে এখনও এই বিষয়ে তাঁকে 'কনফার্ম' করেনি। তবে হ্যাঁ, দিন দুয়েক আগে যে একাধিক অভিনেত্রীর সঙ্গে  ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের অপর্ণা চরিত্রটির জন্য অডিশন দিয়েছিলেন, সে কথা জানিয়েছেন। এ প্রসঙ্গে জীতু কামালের সঙ্গে আজকাল ডট ইনের তরফে যোগাযোগ করা হলে কোনও উত্তর মেলেনি। 

 


প্রসঙ্গত , দিন চারেক আগেই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়! আর্টিস্ট ফোরামের সাথে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছিলেন অভিনেত্রী। আর্টিস্ট ফোরামকে ইমেল করে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন দিতিপ্রিয়া নিজেই। গত ২৩ নভেম্বর বেশ কিছু সময় ধরে কনফারেন্স কলে দিতিপ্রিয়ার সঙ্গে মিটিং করেন ফোরামের সদস্যরা। তারপর ২৪ নভেম্বর সকালে একটি বিশেষ বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছিল আর্টিস্ট ফোরাম। 

 

কারণ হিসেবে প্রিয়া জানিয়েছেন মানসিক এবং শারীরিক অসুস্থতা। সম্ভবত সোশ্যাল মিডিয়া জুড়ে দিতিপ্রিয়াকে নিয়ে কটাক্ষ এবং বাজে কথা মেনে নিতে পারেননি অভিনেত্রী। অভিনেতা জিতু কামাল ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাওয়া সিদ্ধান্ত নিলেও পরে চ্যানেলের হস্তক্ষেপে আবার ধারাবাহিক শুরু করেন তিনি। তবে জিতু কমল ধারাবাহিকে যোগদানের পরই জানা যায়, মহিলা কমিশন এবং আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। কারণ হিসেবে যদিও তেমন ভাবে কিছু জানাননি। এই ক্ষেত্রেও কারওর বিরুদ্ধে কোন অভিযোগ আনেননি দিতিপ্রিয়া, বরং বলেছেন নিজের শারীরিক ও মানসিক অবস্থার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তিনি। আর্টিস্ট ফোরাম থেকে জানানো হয়েছে, অন্য শিল্পী এবং কলাকুশলীদের স্বার্থে প্রথম দিকে দিতিপ্রিয়াকে দু মাসের নোটিশ দিয়ে ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত জানানো হয়। তবে দিতিপ্রিয়া শারীরিক এবং মানসিক অসুস্থতার কথা মাথায় রেখে দু’মাসের পরিবর্তে সেটা ১৫ দিন করা হয়েছে। এবং সেই ১৫ দিন কাজ করার সিদ্ধান্তের সম্মতি জানিয়েছেন দিতিপ্রিয়া।