সংবাদসংস্থা মুম্বই: শকুন বত্রা পরিচালিত ছবি 'গেহরাইয়া' ২০২২ সালে মুক্তি পেয়েছিলো ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে। ছবিতে দীপিকা পাড়ুকোন, অনন্যা পাণ্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীকে। তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল অনুরাগীদের থেকে সমালোচক মহলেও। সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা মুখ খুলেছেন ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে।
তিনি বলেন, "এই দৃশ্যের কথা শুনে প্রথমে আমি খুব অস্বস্তিতে পড়ি। এক প্রকার ভয় পেয়েছিলাম দীপিকার সঙ্গে এই দৃশ্যে অভিনয় করতে। তখন আমার বাবা এবং প্রযোজক করণ জোহর সাহস যোগায় আমায়।"
সিদ্ধান্ত আরও বলেন, "আমার বাবা আমায় বলেন এই সুযোগ যে কোনও অভিনেতা লুটে নেবে। তাই নিজেকে একজন দক্ষ অভিনেতা প্রমান করার জন্য আমায় এই দৃশ্যটি পেশাদারিত্বের সঙ্গে করা উচিত। এই ছবিতে করণ, শকুন ও সর্বোপরি দীপিকার মান রাখতে আমি যেন এই চরিত্রটি হাতছাড়া না করি। এমনকী করণও আমায় বোঝান, দীপিকার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যকে বড় করে না দেখে এই গল্পের মোড়গুলোকে বড় করে দেখার জন্য।"
প্রসঙ্গত, আগামীতে তৃপ্তি দিমরির সঙ্গে তাঁকে দেখা যাবে রোমান্টিক ঘরানার ছবি 'ধড়ক'-এর সিক্যুয়েল 'ধড়ক ২'-এ।
তিনি বলেন, "এই দৃশ্যের কথা শুনে প্রথমে আমি খুব অস্বস্তিতে পড়ি। এক প্রকার ভয় পেয়েছিলাম দীপিকার সঙ্গে এই দৃশ্যে অভিনয় করতে। তখন আমার বাবা এবং প্রযোজক করণ জোহর সাহস যোগায় আমায়।"
সিদ্ধান্ত আরও বলেন, "আমার বাবা আমায় বলেন এই সুযোগ যে কোনও অভিনেতা লুটে নেবে। তাই নিজেকে একজন দক্ষ অভিনেতা প্রমান করার জন্য আমায় এই দৃশ্যটি পেশাদারিত্বের সঙ্গে করা উচিত। এই ছবিতে করণ, শকুন ও সর্বোপরি দীপিকার মান রাখতে আমি যেন এই চরিত্রটি হাতছাড়া না করি। এমনকী করণও আমায় বোঝান, দীপিকার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যকে বড় করে না দেখে এই গল্পের মোড়গুলোকে বড় করে দেখার জন্য।"
প্রসঙ্গত, আগামীতে তৃপ্তি দিমরির সঙ্গে তাঁকে দেখা যাবে রোমান্টিক ঘরানার ছবি 'ধড়ক'-এর সিক্যুয়েল 'ধড়ক ২'-এ।
