সংবাদসংস্থা মুম্বই: সইফ কাণ্ডে বিপাকে তাঁর পরিবারের সদস্যরাও। ইতিমধ্যেই লীলাবতী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেতা। তাঁর পরিবারের সদস্যদের মধ্যে বোন সোহা আলি খান ও ভগ্নিপতি কুণাল খেমুকেও দেখা যায় সইফের পাশে থাকতে। 

 

কিন্তু জানা যায়, ২০১১ সালে সোহা এই ঘটনার মুখোমুখি হয়েছিলেন। মুম্বইয়ের খারে সোহার অ্যাপার্টমেন্টে এই ঘটনাটি ঘটেছিল। সেদিন ছিল কুণাল খেমু এবং সোহার ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে। সেখানে তাঁরা যোগ দিয়েছিলেন। তারপর সেখানে কাজ মিটিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন দু'জন। এর পর দম্পতি খেতে বসেন। কিন্তু সেই সময় হঠাৎ করে তাঁদের বারান্দা থেকে নানা রকমের শব্দ আসতে থাকে। কোথা থেকে সেই শব্দ আসছে তা দেখার জন্য কুণাল বারান্দার দিকে যান। আর সেখানে গিয়েই দেখে পান এক ব্যক্তি তাঁদের বাড়িতে ঢোকার চেষ্টা করছে। কুণালকে দেখতে পেয়ে অনুপ্রবেশকারী এক তলার বারান্দায় পালানোর চেষ্টা করে, কিন্তু তাড়াতাড়ির মধ্যে পায়ে টাল সামলাতে না পেড়ে, পড়ে যায়। কুণাল দ্রুত নীচে ছুটে আসেন, ওই অনুপ্রবেশকারী পালানোর আগেই তাকে ধরে ফেলেন। 

 

এইসব ঘটনার মধ্যেই এল নতুন খবর। এবার নাকি সন্তানকে একা হাতেই বড় করতে চান কুণাল। আসলে পরিচালক শশাঙ্ক খৈতান তাঁর আগামী ছবিতে এক বাবার গল্পকে তুলে ধরবেন, যিনি পরিস্থিতির চাপে পড়ে একাই সন্তানকে বড় করবেন। তাঁর লড়াইকেই পর্দায় ফুটিয়ে তুলবেন কুণাল খেমু।