সংবাদসংস্থা মুম্বই: বাড়িতে কয়েক রাউন্ড গুলি চলার পর কয়েকদিন কাটতে না কাটতেই চেনা ছন্দে ধরা দিলেন বলিউডের "দাবাং" সলমন খান। খোশ মেজাজে ক্যামেরাবন্দি হলেন মুম্বই বিমানবন্দরে। কোথায় পাড়ি দিলেন সুলতান? ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটপাড়া।
কিছুদিন আগেই অভিনেতার বান্দ্রার ফ্ল্যাটের সামনে কয়েক রাউন্ড গুলি চলে। এই নিয়েই ধুন্ধুমার। তার মধ্যেই বেপোরয়া সলমন। সূত্রের খবর দুবাই উড়ে গিয়েছেন তিনি। সেখানে "বিয়িং স্ট্রং ফিটনেস ইকুইপমেন্টস" লঞ্চ করবেন তিনি। এদিকে সোশ্যাল মিডিয়ায় উঠেছে রোল - ভয় নেই "টাইগার" অভিনেতার ? সেই সূত্র ধরেই অনুরাগীরা অভিনেতার ছবি থেকেই সংলাপ পোস্ট করেছেন ভাইরাল হওয়া ভিডিওতে। "যতক্ষণ না তুমি হারছো, কেউ তোমাকে হারাতে পারবে না। ""
কেন দুষ্কৃতিরা এই কাজ করলেন, তদন্ত চালিয়ে যাচ্ছেন মুম্বই পুলিশ। ইতিমধ্যেই দুজন ব্যক্তিকে আটক করেছেন পুলিশ। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই "সুলতান" অভিনেতার সঙ্গে দেখা করে তাঁর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহাও চিন্তিত বিষয়টি নিয়ে। গত বৃহস্পতিবার মায়ের সঙ্গে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হাজির হয়েছিলেন শিল্পা শেট্টি।
কিছুদিন আগেই অভিনেতার বান্দ্রার ফ্ল্যাটের সামনে কয়েক রাউন্ড গুলি চলে। এই নিয়েই ধুন্ধুমার। তার মধ্যেই বেপোরয়া সলমন। সূত্রের খবর দুবাই উড়ে গিয়েছেন তিনি। সেখানে "বিয়িং স্ট্রং ফিটনেস ইকুইপমেন্টস" লঞ্চ করবেন তিনি। এদিকে সোশ্যাল মিডিয়ায় উঠেছে রোল - ভয় নেই "টাইগার" অভিনেতার ? সেই সূত্র ধরেই অনুরাগীরা অভিনেতার ছবি থেকেই সংলাপ পোস্ট করেছেন ভাইরাল হওয়া ভিডিওতে। "যতক্ষণ না তুমি হারছো, কেউ তোমাকে হারাতে পারবে না। ""
কেন দুষ্কৃতিরা এই কাজ করলেন, তদন্ত চালিয়ে যাচ্ছেন মুম্বই পুলিশ। ইতিমধ্যেই দুজন ব্যক্তিকে আটক করেছেন পুলিশ। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই "সুলতান" অভিনেতার সঙ্গে দেখা করে তাঁর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহাও চিন্তিত বিষয়টি নিয়ে। গত বৃহস্পতিবার মায়ের সঙ্গে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হাজির হয়েছিলেন শিল্পা শেট্টি।
