আজকাল ওয়েবডেস্ক: কিছুদিন আগেই গোটা দেশ চমকে উঠেছিল সইফ আলি খানের উপর ঘটে যাওয়া আক্রমণ নিয়ে। এ বার অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়লেন টলিউডে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বাড়িতে। নিজেই ইনস্টাগ্রামে এ কথা জানালেন অভিনেতা। 

সমাজমাধ্যমে এদিন একটি ভিডিও প্রকাশ করেন ঋত্বিক। সেখানেই তিনি জানান, একটি আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে গিয়েছেন তিনি। আচমকাই এক ব্যক্তি ব্যালকনি দিয়ে ঢুকে পড়েছিলেন তাঁর বাড়িতে। সে সময় বই পড়ছিলেন অভিনেতা। এর পর তিনি জল খাওয়ার জন্য ফ্রিজের কাছে যেতেই ওই ব্যক্তি তাঁর সামনে হাজির হন। ঋত্বিক বলেন, “ধাক্কাধাক্কি হয়, ও ধাক্কা মারে, আমিও ধাক্কা মারি।” অভিনেতা চিৎকার করে উঠতেই তাঁর বাড়ির লোক চলে আসেন। এবং ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি দরজা দিয়ে পালায়। এর পরই অভিনেতা বলেন, “ কিন্তু এর পরই আমি সিসিটিভি চেক করেছি, ফুটেজ দেখেছি। আমি আপনাদের সঙ্গে ফুটেজটা শেয়ার করছি।”

এর পরই দেখা যায় একটি সিসিটিভি ফুটেজ। আর তাতেই পরিষ্কার হয় ঘটনা। ফুটেজে দেখা যায় এক মুখ ঢাকা ব্যক্তি সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার সময় আচমকাই সিসিটিভির সামনে এসে দাঁড়ান। তার পর একটি চিরকুট বার করে সিসিটিভির সামনে তুলে ধরেন। চিরকুটে লেখা ছিল, “এটুকুই জানাতে এসেছিলাম… পরিচয় গুপ্ত আসছে আগামী ২১শে ফেব্রুয়ারি ২০২৫, আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে।”

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ritwick Chakraborty (@ritwickchak_)