সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের শক্তিমান-ভবিষ্যৎ নিয়ে যখন অনুরাগীরা বিভ্রান্ত, তখন সব জল্পনায় জল ঢেলে দিলেন ছবির পরিচালক বাসিল জোসেফ। গত কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল, রণবীর সিং নয়, দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকেই নাকি দেখা যাবে ভারতের সবচেয়ে আইকনিক সুপারহিরো শক্তিমানের ভূমিকায়। আর সেই গুঞ্জনের আঁচ ছড়ায় আরও, যখন আল্লু অর্জুন তার বহুপ্রতীক্ষিত ত্রিবিক্রম শ্রীনিবাসের ছবি থেকে বেরিয়ে আসেন এবং তার পিআর টিম ‘এক বড় ঘোষণা’-র ইঙ্গিত দিতে থাকে।

 

 

কিন্তু বাস্তবটা কী? বাসিল জোসেফ, যিনি ‘মিন্নল মুরলী’-র পর ভারতের সুপারহিরো ঘরানায় এক নতুন ছাপ ফেলেছেন, স্পষ্ট জানিয়ে দিলেন— “শক্তিমান মানেই রণবীর সিং। এর বাইরে কিছুই নয়। যাঁরা বদলানোর গুজব ছড়াচ্ছেন, তাঁরা নিজেদের স্বার্থে কাজ করছেন।”পরিচালক  নিজেই ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন— “আমি ব্যক্তিগতভাবে জানাচ্ছি, শক্তিমান রণবীর সিং-এর সঙ্গেই হচ্ছে। অন্য কেউ নয়।” 

 


১৯৯৭ থেকে ৮ বছর ধরে দূরদর্শনে চলা ‘শক্তিমান’ এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া সুপারহিরো চরিত্রগুলির একটি। মূল ভূমিকায় মুকেশ খন্না আজও স্মরণীয়। সেই চরিত্রকে নতুন প্রজন্মের জন্য বড়পর্দায় ফিরিয়ে আনতে উঠে পড়ে লেগেছেন বাসিল ও রণবীর। বড় বাজেটের এই প্যান-ইন্ডিয়া ছবির জন্য চিত্রনাট্য  লেখা চলছে পুরোদমে।