পরিণীতি চোপড়া কি মা হতে চলেছেন? বলিউডে এখন সবচেয়ে গরম প্রশ্ন এটিই। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে স্বামী তথা রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে অতিথি হিসেবে এসেছিলেন অভিনেত্রী পরিণীতি। হাস্যরসের আবহে ঘটে গেল এমন এক মুহূর্ত, যা ঘিরে জল্পনার ঝড় সোশ্যাল মিডিয়ায়। কারণ, রাঘবের মুখে বেরিয়ে এসেছে এক রহস্যজনক ‘গুড নিউজ’-এর ইঙ্গিত, আর তাতেই শোরগোল বলিউড অন্দরে।
কী এমন বললেন রাঘব চাড্ডা? কপিল শর্মা হাসতে হাসতে জিজ্ঞেস করেন—“বিয়ের পর আপনাদের বাড়িতেও কি নাতি বা নাতনির জন্য চাপ এসেছে?” রাঘব সঙ্গে সঙ্গে বলে বসেন— “দেব আপনাকে, দেব... খুব জলদি সুখবর দেব!” এমন মন্তব্যে হকচকিয়ে যান পরিণীতি। চোখ কপালে তুলে বিস্ময়ে তাকিয়ে থাকেন রাঘবের দিকে। রাঘব পরে আবার বলেন— “দেব... মানে, এক সময় দেবই।”
এই কথাতেই গুঞ্জনের শুরু—তবে কি পরিণীতি সন্তানসম্ভবা? নাকি খুব শীঘ্রই হতে চলেছেন?
এটি কিন্তু প্রথম নয়, পরিণীতির গর্ভাবস্থা নিয়ে গুঞ্জন আগে থেকেই চলছিল। বিয়ের পর বেশ কয়েকবার তাঁকে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে, যার ফলে শুরু হয়েছিল ‘বেবি বাম্প’ জল্পনা। তবে প্রতিবারই পরিণীতি সাফ জানিয়েছিলেন, “আমি এখনই মা হচ্ছি না। এই ধরনের অনুমান করা খুবই অসংবেদনশীল।” কিন্তু এবার, স্বামী রাঘবের মুখে এই ধরনের মন্তব্যে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে গুজব।
রাজনীতি কি ভবিষ্যৎ পরিকল্পনায় অভিনেত্রীর ? অনুষ্ঠানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে—পরিণীতি কি রাজনীতিতে আসছেন?কারণ, তাঁর স্বামী একজন রাজ্যসভার সাংসদ এবং আপ দলের নেতা। জবাবে পরিণীতি হেসে বলেন—“আমি তো গুগল করে জেনেছিলাম সাংসদ মানে কী! সংবাদমাধ্যমে যা খুশি রটে যায়। যাই হোক, আমি রাজনীতিতে আসছি না।” তিনি জানান, বর্তমানে ফোকাসে রয়েছে তাঁর অভিনয় এবং দাম্পত্য জীবন।
প্রেম, বিয়ে ও পরিণয়ের পথে :
পরিণীতি ও রাঘবের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে ২০২৩ সালের গোড়ায়। তারপর -
১৩ মে ২০২৩: এনগেজমেন্ট, নয়াদিল্লিতে।
সেপ্টেম্বর ২০২৩: রাজকীয় বিয়ে, উদয়পুরের লেক পিচোলার ধারে।
বিয়েতে উপস্থিত ছিলেন একাধিক রাজনীতিক ও বলিউড তারকা।
বিয়ের পর থেকে এই দম্পতি একাধিকবার বিভিন্ন অনুষ্ঠান এবং সাক্ষাৎকারে তাঁদের সম্পর্কের রসায়ন তুলে ধরেছেন, এবং সোশ্যাল মিডিয়ায় ঘন ঘন পোস্টে নিজেদের ভালবাসা ব্যক্ত করেন।
তাহলে সত্যিই ‘গুড নিউজ’ আসছে? রাঘবের মন্তব্য নিছক কপিলের রসিকতায় সাড়া? না কি সত্যিই কোনও সুখবরের ইঙ্গিত?এই প্রশ্নের উত্তর আপাতত সময়ের অপেক্ষা। তবে একথা নিশ্চিত, রাঘবের ওই একটিমাত্র লাইনেই বলিপাড়ায় শোরগোল শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই চলছে জল্পনা, কেউ বলছেন ‘বেবি অন দ্য ওয়ে’, কেউ আবার বলছেন ‘পিআর স্টান্ট’। তবে পরিণীতির তরফে এখনও পর্যন্ত নতুন করে কোনও মন্তব্য আসেনি।
