নিজস্ব সংবাদদাতা: নতুন ছবির জন্য তারকাদের একে অপরকে শুভেচ্ছা বার্তা জানানোর চল বহুদিন থেকেই। এবার বাংলা ছবির জন্য এক রাশ শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন অভিনেতা আর মাধবন। শিলাদিত্য মৌলিক পরিচালিত ছবি 'সূর্য'-র জন্য অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও পরিচালক সহ ছবির পুরো টিমকে সোশ্যাল মিডিয়ায় কী বললেন মাধবন?
'সূর্য' দক্ষিণী ছবি 'মারা'-র বাংলা মাধ্যম। এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন আর মাধবন। বক্স অফিস থেকে দর্শক মহলে সুপারহিট হয়েছিল 'মারা'। আর সেই ছবিই বাংলায় তৈরি হয়েছে শুনে উচ্ছ্বসিত অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে মাধবন বলেন, "মারা ছবিটা আমার খুব কাছের। ওই ছবির চরিত্রের সঙ্গে আমার মিল খুঁজে পাই। এই ছবি বাংলায় তৈরি হচ্ছে শুনে আমি উচ্ছ্বসিত। আশাকরি, সবার এই ছবিটা ভাল লাগবে। বিক্রম চট্টোপাধ্যায় ও শিলাদিত্য মৌলিক আর তাঁর গোটা টিমকে অনেক শুভেচ্ছা এই ছবিকে বাংলায় নিয়ে আসার জন্য।"
আগামী ১৯ জুলাই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'সূর্য'। এই ছবিতে বিক্রমের সঙ্গে অভিনয় করছেন টলিপাড়ার দুই অভিনেত্রী মধুমিতা সরকার ও দর্শনা বণিক। প্রেম থেকে প্রকৃতি। বাস্তবের ওঠা পড়া থেকে জীবনকে উপভোগ করা। সেই সঙ্গে বেশ কিছু টুইস্টের মিশেলে জমবে গল্প।
'সূর্য' দক্ষিণী ছবি 'মারা'-র বাংলা মাধ্যম। এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন আর মাধবন। বক্স অফিস থেকে দর্শক মহলে সুপারহিট হয়েছিল 'মারা'। আর সেই ছবিই বাংলায় তৈরি হয়েছে শুনে উচ্ছ্বসিত অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে মাধবন বলেন, "মারা ছবিটা আমার খুব কাছের। ওই ছবির চরিত্রের সঙ্গে আমার মিল খুঁজে পাই। এই ছবি বাংলায় তৈরি হচ্ছে শুনে আমি উচ্ছ্বসিত। আশাকরি, সবার এই ছবিটা ভাল লাগবে। বিক্রম চট্টোপাধ্যায় ও শিলাদিত্য মৌলিক আর তাঁর গোটা টিমকে অনেক শুভেচ্ছা এই ছবিকে বাংলায় নিয়ে আসার জন্য।"
আগামী ১৯ জুলাই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'সূর্য'। এই ছবিতে বিক্রমের সঙ্গে অভিনয় করছেন টলিপাড়ার দুই অভিনেত্রী মধুমিতা সরকার ও দর্শনা বণিক। প্রেম থেকে প্রকৃতি। বাস্তবের ওঠা পড়া থেকে জীবনকে উপভোগ করা। সেই সঙ্গে বেশ কিছু টুইস্টের মিশেলে জমবে গল্প।
