আজকাল  ওয়েবডেস্ক : আনুষ্ঠানিক বিয়ের কিছুদিন আগেই বিচ্ছেদ, আবার সব মিটমাট হলেও ফের মুখ দেখাদেখি বন্ধ ছোটপর্দার জনপ্রিয় তারকা জুটির |
প্রেমে পড়া সহজ, তবে সেই প্রেমকে টিকিয়ে রাখা, বাঁচিয়ে রাখা মুখের কথা নয় | পর্দায় কখনও জুটি না বাঁধলেও ছোটপর্দার জনপ্রিয় দেওর বৌদি তাদের প্রেম বেশিদিন লুকিয়ে রাখতে পারেন নি| হঠাৎ করেই সেরে ফেলেন এনগেজমেন্ট ও রেজিস্ট্রি, ভালোই চলছিল সংসার, তবে হঠাৎ করেই তৈরী হয় দূরত্ব | শোনা গিয়েছিলো, তৃতীয় ব্যক্তির কারণেই বিচ্ছেদ | যদিও সেই বিষয়ে কখনও মুখ খোলেননি কেউই, ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা একেবারেই না পসন্দ তাঁদের| তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের ভালোবাসার আকাশে কেটেছিল কালো মেঘ, মেঘেদের শহরে গিয়ে আবারও নতুন করে একবার সুযোগ দেন একে অপরকে, জল থই থই করছিল তাঁদের ভালোবাসার সংসারে | কিন্তু এই ছবিও বেশিদিনের টেকেনি, আবারও নাকি দূরত্ব বেড়েছে পর্দার এই দেওর বৌদি জুটির। কারণ? অদ্ভুত ভাবে সেই একই- সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন | এবার পাকাপাকি বিচ্ছেদের পথে এই তারকা জুটি | এখনও এই ব্যাপারে তাঁরা স্পিকটি নট| একই শুটিংয়ে থেকেও অপরিচিত তাঁরা | দেখা যাক, সময়ের সঙ্গে সঙ্গে আবারও মেঘ কেটে তাঁদের সম্পর্কে নতুন করে সূর্য ওঠে. নাকি পরকীয়ার দমকা হাওয়ায় খড়কুটোর মতো উড়ে যায় সাজানো সংসার।