নিজস্ব সংবাদদাতা: মাত্র ২৬ বছর বয়সে হয়েছিলেন কমবেশি ৮০টি ছবির নায়িকা। বেশির ভাগ ছবি-ই দর্শক-সমালোচকমহলে বিপুল প্রশংসিত। তিনি মহুয়া রায়চৌধুরী। অকালপ্রয়াত এই টলি-অভিনেত্রীর কথা বর্তমানে খুব বেশি আলোচিত হয় না। তবে মহুয়ার মৃত্যুর কয়েক দশক পরেও বর্তমানে তাঁর কথা উঠলে, সবার আগে আজও আলোচিত হয় তাঁর অভিনয়-প্রতিভা। একইসঙ্গে বিষয়বস্তু হয়ে ওঠে তাঁর তুমুল বিতর্কিত ব্যক্তিগত জীবন‌ এবং অবশ্যই রহস্যে ঢাকা তাঁর মৃত্যু! 

 

মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের প্রাথমিক নাম ঠিক করা হয়েছে 'গুনগুন করে মহুয়া'। এর আগে এই ছবি প্রসঙ্গে রাণার বক্তব্য ছিল, "কেউ স্বীকার করুন বা না করুন, মহুয়ার জীবন যথেষ্ট বড় মাপের। ততটাই বড় তাঁর অভিনয় প্রতিভা। মানুষ মহুয়াই বা কেমন ছিলেন? বাংলা বিনোদন দুনিয়ায় তাঁর প্রভাব কিছুতেই অস্বীকার করা যায় না। সে সব কথা এই প্রজন্ম জানবে না?’’ সেই তাড়না থেকেই তিনি এই ছবির প্রযোজক। পরিচালনায় নতুন মুখ সোহিনী ভৌমিক। গবেষণা-চিত্রনাট্যে দেবপ্রতিম দাশগুপ্ত এবং সোহিনী। মহুয়ার চরিত্রে কাকে দেখা যাবে?

 

জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই প্রযোজক আগে জানিয়েছিলেন, অনেকে ভাবনায় রয়েছেন। তাই এক্ষুনি কারও নাম করতে পারবেন না তিনি। তবে এবার জানা গেল, মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় পর্দায় দেখা যাবে রাজনন্দিনীকে। ইতিমধ্যেই বড়পর্দার পাশাপাশি একাধিক ওয়েব সিরিজের জনপ্রিয় মুখ রাজনন্দিনী। 

 

এই ছবি প্রসঙ্গে চিত্রনাট্যকার দেবপ্রতিমের দাবি, তিনি মানুষ মহুয়া এবং অভিনেত্রী মহুয়া— দু’জনকেই সমান ভাবে তুলে ধরার চেষ্টা করছেন। এ-ও মাথায় রাখছেন, যেন কোনও ভাবেই এটি তথ্যচিত্র না হয়ে যায়।