সংবাদ সংস্থা মুম্বই: রক্তাক্ত সইফ আলি খানকে বান্দ্রার বাড়ি থেকে লীলাবতী হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন অটোচালক ভজন। পুরো নাম ভজন সিংহ রানা। তাঁর কাজের প্রশংসাস্বরূপ ইতিমধ্যেই মুম্বইয়ের একটি সংস্থা ভজনকে ১১ হাজার টাকা পুরস্কার দিয়েছে। শোনা যাচ্ছে, হাসপাতালে দেখা হওয়ার পর সইফের পরিবার তাঁর হাতে ৫০ হাজার টাকা তুলে দিয়েছেন। কিন্তু টাকার প্রসঙ্গ নিয়ে ভজন কোনও মন্তব্য করেনি। কঠিন পরিস্থিতিতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া অটোচালক ভজন সিং রানার সাথে দেখা করে তাঁকে জড়িয়েও ধরেন সইফ আলি খান। সেই ছবি এখন ভাইরাল সমাজমাধ্যমে। অভিনেতার মা শর্মিলা ঠাকুর তাঁর প্রশংসা ও আশীর্বাদ করেছেন। এবার ভজনকে ১ লক্ষ টাকা পুরস্কার দিতে চাইলেন মিকা সিং! সমাজমাধ্যমে নিজের সেই ইচ্ছে জোর গলায় প্রকাশ করেছেন এই জনপ্রিয় বলি-গায়ক।
ইনস্টাগ্রামের স্টোরিতে সইফ ও ভজনের ছবি পোস্ট করে মিকা লিখলেন," ভজন যা করেছেন তাতে অন্তত ১১লক্ষ টাকা পুরস্কার পাওয়া উচিত। দেশের এক জনপ্রিয় সুপারস্টারকে বাঁচিয়েছে ও। ভজনের এই নায়োকচিত কাজকে কুর্নিশ না জানিয়ে উপায় নেই। কারও কাছে যদি ভজনের ফোন নম্বর থাকে, তাহলে দয়া করে আমাকে দেবেন? আমি ওকে ১ লক্ষ টাকা দিতে চাই সাম্মানিক হিসাবে।"
ভোজন অবশ্য ইতিমধ্যে বহুবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে দুর্ঘটনার রাতে তিনি সাইফকে চিনতে পারেননি। " আমি দেখেছিলাম এক ব্যক্তি গুরুতরভাবে আহত। রক্তাক্ত অবস্থায় গাড়ি খুঁজছিলেন। দেখেই গাড়ি নিয়ে হাজির হয়েছিলাম। যত দ্রুত পারি হাসপাতালে পৌঁছনোর চেষ্টা করেছিলাম। পরে বুঝেছিলাম আমার গাড়ির আসনে কে বসেছিলেন!" আরও বলেছেন, ‘‘আমি সইফের থেকে কিছু চাইনি। কিছু অনুরোধ করার চেষ্টাও করিনি। উনি খুশি হয়ে আমার সঙ্গে দেখা করেছেন। আর কী চাই!"
