গুজরাটের গান্ধীনগরের পঞ্চম শ্রেণির ছাত্র ঈশিত ভাট 'কৌন বনেগা ক্রোড়পতি ১৭' অনুষ্ঠানে তার উপস্থিতির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে চলে এসেছে। এই শো-এর সঞ্চালক অমিতাভ বচ্চনের প্রতি তার অতি-আত্মবিশ্বাসী এবং জেদি আচরণ দর্শকদের একাংশের কাছে কুরুচিকর এবং অসম্মানজনক বলে মনে হওয়ায় এই বিতর্কের সূত্রপাত। এই ঘটনা সমাজে অভিভাবকত্ব ও সৌজন্যবোধ নিয়ে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
শো-এর শুরুতেই ঈশিতের আচরণ দর্শকের নজর কাড়ে। অমিতাভ বচ্চন যখন খেলার নিয়মাবলী ব্যাখ্যা করতে শুরু করেন, তখন ঈশিত তাঁকে থামিয়ে দিয়ে সরাসরি বলে, "আমি সব নিয়ম জানি, তাই এখন আমাকে নিয়ম বোঝাতে আসবেন না।" পুরো পর্ব জুড়েই তার এই জেদি মনোভাব বজায় ছিল। বিকল্প (অপশন) দেওয়ার আগেই সে তাগাদা দিতে থাকে— "আরে অপশন দাও" বলে। উত্তর 'লক' করার সময়েও তার জোর ছিল মাত্রাতিরিক্ত। সে বলে, "স্যার, একটা কেন, আমার জবাবে চারটে লক লাগিয়ে দিন, কিন্তু লক করুন।"

পরিশেষে, সে রামায়ণ-সম্পর্কিত একটি প্রশ্নের ভুল উত্তর দেয় এবং কোনও অর্থ উপার্জন ছাড়াই শো ছেড়ে যায়। এই ঘটনার পর অমিতাভ বচ্চন পরিস্থিতি সামলে নিয়ে বলেন, "কখনও কখনও শিশুরা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল করে বসে।" তবে ততক্ষণে পর্বটি ভাইরাল হয়ে যায় এবং সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
আরও পড়ুন: 'আমার পায়ে পড়ে কাজ চাইবে...,' সলমনকে বিদ্রুপ অভিনব কাশ্যপের! পাল্টা জবাবে কী বললেন 'ভাইজান'?
নেটিজেনদের একটি বড় অংশ ঈশিতের আচরণে ক্ষোভ প্রকাশ করেন এবং এর জন্য তার অভিভাবকের দিকেই আঙুল তোলেন। নেটপাড়ায় বিতর্কের মূল বিষয় হয়ে ওঠে— শুধুমাত্র জ্ঞানই যথেষ্ট নয়, বড়দের প্রতি বিনয় ও সৌজন্যবোধ থাকা অপরিহার্য। একজন নেটিজেন মন্তব্য করেন, 'শিশুর জ্ঞান থাকা ভাল। কিন্তু যদি তার সৌজন্যবোধ না থাকে বা সে যদি বড়দের সামনে কীভাবে কথা বলতে হয় না জানে, তবে সে কখনও সফল হতে পারে না।' অন্য একজন কড়া ভাষায় লেখেন, 'অহংকারের উপযুক্ত জবাব। হয়তো এবার বাবা-মা শিখবেন যে, উদ্ধত সন্তান লালন-পালন করা মানে কোনও অভিভাবকত্ব নয়, এটি উপদ্রবের প্রশিক্ষণ।'
সমালোচনা প্রবল হলেও কিছু নেটিজেন সংযম দেখানোর আহ্বান জানান। তাঁরা যুক্তি দেন যে পর্বটি হয়তো শো-এর টিআরপি-এর জন্য চিত্রনাট্যের অংশ ছিল। অথবা একজন শিশু প্রতিযোগীর জন্য এই ধরনের কঠোর সমালোচনা অনুচিত।
ঈশিতের ঘটনাটি কেবল একটি টেলিভিশনের অনুষ্ঠানের মুহূর্ত নয়, বরং এটি বৃহত্তর সামাজিক বিতর্কের জন্ম দিয়েছে। জ্ঞান এবং বিনয়ের মধ্যে ভারসাম্য, রিয়েলিটি শো-তে তরুণ প্রতিযোগীদের উপর থাকা মানসিক চাপ, এবং শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ ও আচরণের দায়িত্ব কার— এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমাজমাধ্যমে আলোচনা আরও জোরালো হয়েছে। এই বিতর্ক 'কৌন বনেগা ক্রোড়পতি'র টিআরপি রেটিং কমার খবরের মধ্যে অনুষ্ঠানটির সামগ্রিক দিকনির্দেশনা এবং দর্শকের সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে আলোচনাকেও আরও বাড়িয়ে তুলেছে।
