সংবাদসংস্থা মুম্বই: শুভ জন্মদিন ডার্লিং! ২১ বছরে পা রাখলেন অজয় দেবগণ ও কাজলের মেয়ে নাইসা দেবগণ ! সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠিতে আবেগপ্রবণ হয়ে কী লিখলেন কাজল?
মেয়ের তিনটি ছবি পোস্ট করেছেন "কুছ কুছ হোতা হ্যায়" অভিনেত্রী। প্রথমটিতে প্রিয় পোষ্যকে বুকে জড়িয়ে রয়েছেন আদুরে নাইসা। দ্বিতীয়টিতে কেতাদুরস্ত লহেঙ্গা পরে দোলনায় দুলছেন তিনি। তবে কাজলের সবথেকে প্রিয় ছবি তৃতীয়টি। যেখানে পোষ্যকে পরম স্নেহে আগলে রেখেছেন নাইসা। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ""শুভ জন্মদিন ডার্লিং! এভাবেই হাসিতে আর আনন্দে থাকো সারাজীবন। জেনো, তোমাকে আমরা খুব ভালবাসি, আর আজীবন এভাবেই ভালবাসবো। এই শেষের ছবিটা দেখছো? তোমাকে আজকাল আমি এভাবেই দেখতে ভালবাসি।""
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
মেয়ের তিনটি ছবি পোস্ট করেছেন "কুছ কুছ হোতা হ্যায়" অভিনেত্রী। প্রথমটিতে প্রিয় পোষ্যকে বুকে জড়িয়ে রয়েছেন আদুরে নাইসা। দ্বিতীয়টিতে কেতাদুরস্ত লহেঙ্গা পরে দোলনায় দুলছেন তিনি। তবে কাজলের সবথেকে প্রিয় ছবি তৃতীয়টি। যেখানে পোষ্যকে পরম স্নেহে আগলে রেখেছেন নাইসা। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ""শুভ জন্মদিন ডার্লিং! এভাবেই হাসিতে আর আনন্দে থাকো সারাজীবন। জেনো, তোমাকে আমরা খুব ভালবাসি, আর আজীবন এভাবেই ভালবাসবো। এই শেষের ছবিটা দেখছো? তোমাকে আজকাল আমি এভাবেই দেখতে ভালবাসি।""
View this post on Instagram
