বিগত কয়েক দিন ধরে চর্চায় রয়েছে 'চিরদিনই তুমি যে আমার'। মাঝে এও শোনা যায় যে জিতু কামাল নাকি এই ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন। তবে সমস্ত জটিলতার অবসান করে পুনরায় ধারাবাহিকে ফিরলেন অভিনেতা। সেই ঘোষণা নিজেই করেন। আর 'আর্য সিংহ রায়' হিসেবে ফিরেই চমক দেখালেন। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের পোশাক পরে হাসপাতালের স্টাফবেশী এক দুষ্কৃতীর সঙ্গে মারপিট করছে আর্য সিংহ রায়। শুধু তাই নয়, তাকে রীতিমত হুংকার দিয়ে বলতে শোনা যায়, 'আমি আর্য সিংহ রায়, অ্যাম ব্যাক।' যেন আর্য সিংহ রায় নয়, জিতু কামাল নিজের কথাই বললেন। অভিনেতার এই দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্য দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। 

প্রসঙ্গত, জিতু কামাল শুটিংয়ে ফিরলেও জানা গিয়েছে জটিলতা এখনও কাটেনি। জানা যাচ্ছে, মহিলা কমিশনের কাছে কীভাবে দরখাস্ত দেওয়া যায়, সেই বিষয়ে তিনি পরামর্শ নেওয়ার জন্য যোগাযোগ করেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। আজকাল ডট ইন-কে লীনা গঙ্গোপাধ্যায় বলেন, "দিতিপ্রিয়া যোগাযোগ করেছিল ঠিকই, কিন্তু কোনও চিঠি জমা দেয়নি। পরামর্শ নিতে ফোন করেছিল। তবে শুনলাম আর্টিস্ট ফোরামের কাছে কিছু আবেদন জানিয়েছে।" আর্টিস্ট ফোরামের সদস্য অভিনেতা দিগন্ত বাগচীও জানিয়েছেন, "শনিবার সকালে দিতিপ্রিয়ার পক্ষ থেকে একটা অভিযোগ এসেছে। শুটিংয়ের অন্দর মহলে যা সমস্যা হয় আর কী। তবে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখা যাক কী সিদ্ধান্তে আসা যায়।"

অন্যদিকে শুটিং ফ্লোরে ফিরেই সম্প্রতি একটি পোস্ট করেছেন জিতু। লিখেছেন, ‘নূপুরের দাম হাজার টাকা হলেও, তার স্থান পায়ে। আর,টিপের দাম এক টাকা হলেও তার স্থান মাথায়।’ জিতুর দু’বাক্যের এই পোস্টকে নিছকই একটি পোস্ট ভাবতে মানতে নারাজ তাঁর অনুরাগীরা। তাঁদের মতে, সহ-অভিনেত্রীকে পরোক্ষভাবে খোঁচা দিতেই এমন মন্তব্য করেছেন তিনি।

টিআরপি তালিকায় সেরা দশে থাকা সত্বেও এই ধারাবাহিকের দুই মুখ্য অভিনেতার মধ্যে যে জটিতলতা তৈরি হয়েছিল তা নিয়ে আশঙ্কার প্রমাদ গুনছিলেন দর্শকরা। তাঁরা আর্য সিংহ রায় হিসেবে অন্য কাউকে মানতে চাননি। ধারাবাহিক শেষ হবে কিনা, তা নিয়েও অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। তবে শেষ পর্যন্ত প্রযোজনা সংস্থার মধ্যস্থা এবং দর্শকদের জন্য ধারাবাহিকে ফিরেছেন বলে নিজেই সমাজমাধ্যমে জানান অভিনেতা।