বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান আজকাল ইউটিউবে একেবারে জমিয়ে কাঁপাচ্ছেন তাঁর রাঁধুনি দিলীপের সঙ্গে রান্নার ভ্লগ দিয়ে। আর সেই ভ্লগের নতুন এপিসোডে দেখা গেল একেবারে ভিন্ন স্বাদের অতিথি—যোগগুরু বাবা রামদেব! হারিদ্বারে তাঁর স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ফারাহ আর তাঁর সহকারী দিলীপ দর্শকদের ঘুরিয়ে দেখালেন প্রতিটি কোণ। তবে আসল মজা জমল তাঁদের আড্ডায়।
ভ্লগে বাবা রামদেব বলছিলেন, “ অন্যদের থাকার জন্য প্রাসাদ বানিয়েছি আমি, আর নিজে থাকার জন্য বানিয়েছি ঝুপড়ি।” কথাটা শেষ হতে না হতেই ফারাহ দারুণ এক টিপ্পনি কেটে দিলেন—“আরে, আপনি তো একেবারে সলমন খানের মতো! ও-ও তো এক কামরার ফ্ল্যাটে থাকে, কিন্তু বাকিদের জন্য বানিয়েছে রাজপ্রাসাদ।” কথা শেষ হতেনা হতেই চারদিক ফেটে পড়ল হাসিতে। রামদেব নিজেও হেসে মেনে নিলেন সলমনের সঙ্গে নিজের এই তুলনা।
কিন্তু এখানেই থামেননি ফারাহ। খানিক পর হালকা মেজাজে আবার প্রশ্ন ছুড়ে দিলেন, “আপনি তো দারুণ সুপুরুষ, কখনও বলিউডে চেষ্টা করেছেন?” যোগগুরু সঙ্গে সঙ্গেই হাত জোড় করে বলে উঠলেন—“আরেহ! রাম রাম! আমি তো আপনার জন্যই পুরো সাম্রাজ্য ফেলে রেখেছি।”
এই খুনসুটি আর মজার কথোপকথনই ফারাহর ভ্লগকে নতুন মাত্রা দিয়েছে। সাধারণত খাবার আর রেসিপি নিয়েই আলোচনার ঝলক দেখা যায় এই চ্যানেলে। কিন্তু এবার যোগগুরু–বলিউডের আড্ডা, হাসিঠাট্টা আর অদ্ভুত মিল খুঁজে পাওয়ার খেলা ভ্লগটিকে করে তুলেছে দ্বিগুণ আকর্ষণীয়।
সত্যি বলতে কী, ফারাহ খানের এই ভ্লগ এবার শুধু রান্নার জন্য নয়, বরং মজার খুনসুটি আর সেলিব্রিটি–যোগের টক্করে জমে উঠেছে বহুগুণ।
