সংবাদসংস্থা মুম্বই: আটের দশকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 'মিস্টার ইন্ডিয়া'। শেখর কাপুর পরিচালিত এই ছবি দুর্দান্ত ব্যবসা করেছিল বক্স অফিসে। অনিল কাপুর এবং শ্রীদেবী অভিনীত এই ছবিতে দেখা গিয়েছিল এক ঝাঁক শিশুশিল্পীকে। সেই ঝাঁকের অন্যতম এক শিশুশিল্পী বর্তমানে বলি পরিচালক আহমেদ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ছবির শুটিংয়ে মাঝে বাচ্চাদের থেকে ব্রেক ডান্স শিখবেন বলে কী কাণ্ড করেছিলেন শ্রীদেবী!

'বাগি ৩'-এর পরিচালক বলেন, "শ্রীদেবী এমনিতে খুব গম্ভীর মানুষ ছিলেন। কাজ ছাড়া অন্যদের সঙ্গে খুব একটা খোশগল্প করতেন না। শুটিংয়ের প্রথমদিকে আমরা যারা শিশুশিল্পী ছিলাম তাদের সঙ্গেও তেমন মেলামেশা করতেন না। তবে একবার শুটিং শুরু হলেই তিনি কিন্তু আর সেই 'তারকা' থাকতেন না। অদ্ভুতভাবে চরিত্রের মধ্যে ঢুকে বাচ্চাদের সঙ্গে জমিয়ে হুল্লোড়ে মেতে উঠতেন। আবার দৃশ্যায়ন হয়ে গেলে যেই কে সেই! এখানে শ্রীদেবর সঙ্গে মাইকেল জ্যাকসনের খুব মিল আছে। মানে এমনিতে নরম সুরে কথা বলতেন মাইকেল। ভীষণ শান্ত মানুষ ছিলেন। সেই মানুষটাই মঞ্চে উঠে কী কণ্ডটাই না বাধাতেন। অনেকটা ওরকম ছিলেন শ্রীদেবী"।

সামান্য থেমে আহমেদ আরও বলেন, "একবার এই ছবির একটি গুরুগম্ভীর দৃশ্যের শুটিং চলছে। সবাই খুব গম্ভীর হয়ে আছেন। সেসব মিটলে আমরা যারা শিশুশিল্পী ছিলাম, তাদের সবাইকে আইসক্রিম খাওয়াতে নিয়ে গেলেন শ্রীদেবী। তবে আইস স্ক্রিম হাতে তুলে দেওয়ার আগে তিনি বললেন, যদি আমরা তাঁকে ব্রেক ডান্স শেখাই তবেই আইসক্রিম খেতে পারব। আমরা যা জানতাম চটপট দেখিয়ে, শিখিয়ে দিলাম। উনিও মন দিয়ে দেখলেন। এইভাবে ওঁর সঙ্গে আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল। তারপর আমাদের সবার সঙ্গে ওঁর এতটাই বন্ধুত্ব হয়ে গিয়েছিল যে গোটা ছবির শুটিংয়ে হই হুল্লোড় করে সময় কাটিয়েছিলাম!"