সংবাদ সংস্থা, মুম্বই: আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ হয়েছে বেশ অনেক দিন। অভিনেত্রী অনন্যা পাণ্ডে এখন নতুন প্রেমে মজেছেন! বলিপাড়ার খবর, সম্প্রতি নাকি তাঁর নতুন প্রেমিকের নামের অক্ষরের লকেট গলায় পরেছেন অভিনেত্রী। তবে কি নতুন সম্পর্কে সিলমোহর দিলেন চাঙ্কি পাণ্ডের মেয়ে?

অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নতুন প্রেমিক খুঁজে পেয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সূত্র বলছে, বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও তাঁর নতুন প্রেমিক নাকি হোটেলের এদিক ওদিক অন্তরঙ্গ সময়ও কাটিয়েছে। শুধু তাই নয়, নতুন বয়ফ্রেন্ডকে এতটাই পছন্দ হয়েছে যে, তাঁর নামে লকেটও বানিয়ে ফেলেছেন তিনি। অভিনেত্রীর সেই চর্চিত প্রেমিক হলেন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কো। যিনি অনন্যার সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ় ‘কল মি বে’-এর পোস্টার নিজের ইনস্টাগ্রামে পোস্ট করতেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। 

পেশায় মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর অন্য আরেকটি পরিচয়ও রয়েছে। সূত্র বলছে, ওয়ালকার রিলায়েন্সের একটি ফ্যাশন কোম্পানির প্রচার সামলান তিনি। অনন্যার সঙ্গে তাঁর প্রথম আলাপ একটি বিজ্ঞাপনের শুটে গিয়েই। তবে সেবার নাকি তেমন জমেনি আলাপ। গোটা প্রেম কাণ্ড ঘটেছে অনন্ত আম্বানির বিয়েতেই। ইদানীং অনন্যা কিংবা ওয়াকার দু’জনের ইনস্টাগ্রাম জুড়ে শুধুই একে অপরের ‘ভালোবাসার’ চিহ্ন। বে শুধু সোশাল মিডিয়ায় নয়, অনন্যা ওয়ালকারের নামে লকেট বানিয়ে গলাতেও ঝুলিয়ে নিয়েছেন। তবে এই প্রেমের ব্যাপারে এখনও মুখে কুলুপ এঁটেছেন অনন্যা।

পেশা ও ব্যক্তিগত জীবনের কারণে বার বার চর্চায় চাঙ্কি-কন্যা। গত দু’বছর ধরে আদিত্য ও অনন্যার প্রেম গুঞ্জন নিয়ে মত্ত ছিল বলিউড। তারপর তাঁদের ব্রেকআপের খবর শোনা যায়। এরপর অনন্ত আম্বানির বিয়েতেও অনন্যা ও হার্দিক পান্ডিয়াকে নিয়েও গুঞ্জন শুরু হয়েছিল। তবে শেষ পর্যন্ত হার্দিক নয়, সেই বিয়ের অনুষ্ঠানে ওয়াকারকেই সঙ্গীর তকমা দিয়েছিলেন ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২’-এর অভিনেত্রী।