নিজস্ব সংবাদদাতা: বাড়িতে স্ত্রী থাকলেও জীবনে বিশেষ এক মহিলারা আগমন। জীবন সম্পূর্ন বদলে যেতে চলেছে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর। কে এই বিশেষ মহিলা? এক নারীর জেরে জেরবার বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী! আবার নিজের মুখেই স্বীকার করলেন সেই কথা, ব্যাপার কী?
আসলে পারমিতা মুন্সির নতুন ছবি 'হেমা মালিনী'তে এমনই এক চরিত্রে দেখা যেতে চলেছে চিরঞ্জিত চক্রবর্তীকে। হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর দেখা! পর্দার মতো এই দু'জন সুপারস্টার নয়, খুব সাধারণ দু'জন মানুষ। গল্পের খাতিরে হঠাৎ দেখা হয়ে যায় ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর। তবে এই ক্ষেত্রে সুখের সংসার হওয়া সম্ভব নয়। কারণ পর্দার ধর্মেন্দ্রর বিবাহিত জীবন, স্ত্রী বর্তমান, তবে সংসার সুখের কিনা তার উত্তর মিলবে ছবিতে।
ছবি প্রসঙ্গে চিরঞ্জিত চক্রবর্তী বলেন, "হেমা মালিনী এবং ধর্মেন্দ্র দেখা হওয়ার পরেই গল্প নতুন করে এগোতে থাকবে এই ছবিতে। নাম শুনে অনেকে অনেক কিছু ভাববেন, তবে ছবিটি বেশি ইন্টারেস্টিং। পারমিতা বরাবর খুব ভাল স্ক্রিপ্ট লেখেন, ওঁর প্রথম ছবি থেকে আমি কাজ করছি, প্রত্যেক ছবির ক্ষেত্রেই এই বিষয়টা লক্ষ্য করেছি। হেমা মালিনীর ক্ষেত্রেও তা বিকল্প নয়।"
গল্পে ধর্মেন্দ্রর স্ত্রী'র চরিত্রে অভিনয় করছেন চৈতি ঘোষাল। বহু বছর পর জুটি হিসাবে দেখা যেতে চলেছে চিরঞ্জিত-চৈতিকে। চৈতি ঘোষালের কথায়, "অনেক বছর আগে পর্দায় নায়িকা হিসাবে কাজ করি, এই সময় 'তোমার রক্তে আমার সোহাগ' ছবিতে কিছুক্ষণের জন্য চিরঞ্জিতদার সঙ্গে জুটি বেঁধেছিলাম। এত বছর পর আবার জুটি হয়ে ফেরা সত্যি খুব নস্টালজিক হয়ে পড়েছিলাম। আমার চরিত্রটার মধ্যে অনেকগুলো দিক আছে। ছবিতে তা স্পষ্ট হবে।"
