সান বাংলার ধারাবাহিক 'ভিডিও বৌমা'র হাত ধরে বহু বছর পর ছোটপর্দায় পা রেখেছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক। আরিয়ানকে ওই মেগায় দেখে দারুণ পছন্দ করেছিলেন দর্শক। ধারাবাহিকের শুটিংয়ের মাঝেও বড়পর্দায় কাজ সেরেছেন তিনি। এবার 'ভিডিও বৌমা' শেষ হতেই নতুন কাজ শুরু করলেন অভিনেতা‌। 

 

 

টলিপাড়ার অন্দরের খবর, এবার ছোটপর্দায় নয় বড়পর্দায় ফিরছেন আরিয়ান। সূত্রের খবর, অরিজিৎ বিশ্বাসের পরিচালনায় আসছে নতুন এক বাংলা ছবি। ছবির নাম 'অস্তরাগ'। জানা যাচ্ছে, এই ছবিতে আরিয়ানের নায়িকার চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যকে। এর আগে দর্শক আরিয়ান ও শ্রীমাকে একসঙ্গে দেখেননি। তবে এই ছবির মাধ্যমে নতুন জুটি পেতে চলেছেন দর্শক। 

 

 

গল্পে আরিয়ান ও শ্রীমাকে পুরোপুরি প্রেমের ছবির নায়ক-নায়িকা হিসেবেই দেখা যাবে না। তাঁদের চরিত্রের মধ্যে থাকবে জমাটি টুইস্ট। এমনকী গল্পটিও হতে চলেছে একটু অন্য রকমের। ছবিতে আরিয়ান ও শ্রীমা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিপাড়ার বহু জনপ্রিয় মুখকে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই কলকাতা ও আশপাশের এলাকায় চলছে ছবির শুটিং। তবে এই মুহূর্তে ছবি প্রসঙ্গে মুখ খুলতে নারাজ কলাকুশলীরা। 

 


প্রসঙ্গত, কিছুদিন আগেই 'কাকাবাবু'র নতুন ছবির শুটিং শেষ করেছেন আরিয়ান ভৌমিক। 'অস্তরাগ' ছাড়াও আরও পাঁচ-ছ'টি ছবি রয়েছে আরিয়ানের ঝুলিতে। আরিয়ান ও শ্রীমার জুটিকে দর্শক যেমন প্রথমবার দেখবেন পর্দায়। ঠিক তেমনই পরিচালক অরিজিৎ বিশ্বাসেরও আরিয়ানের সঙ্গে প্রথম কাজ হতে চলেছে এটি। সব মিলিয়ে আপাতত নতুন কাজ নিয়ে দারুণ ব্যস্ত অভিনেতা। হাতে রয়েছে আরও একগুচ্ছ ছবি। কথাবার্তা চলছে সিরিজেরও। জানা যাচ্ছে, আগামী কাজ নিয়ে খুব তাড়াতাড়িই নতুন ঘোষণা করবেন আরিয়ান।