নিজস্ব সংবাদদাতা: বাংলা চ্যানেলে শুধু ধারাবাহিক নয়, দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নেয় রিয়্যালিটি শো-গুলোও। আর এই শো-এর মধ্যে যেমন দর্শক খুঁজে পান রসনাতৃপ্তি, তেমনই এই শো দর্শকের মধ্যে অনুপ্রেরণা জোগায়। তবে মন ভাল করতে হাসির কোনও বিকল্প নেই।
এর আগেও দর্শক হাসি, মজার শো-কে পছন্দের তালিকায় জায়গা দিয়েছেন। তাই সেই রেশ টেনে আসছে আরও একটি নতুন রিয়্যালিটি শো। যার মূল ঘরানাই কৌতুক। জি বাংলা সিনেমা-চ্যানেলটি আসছে নতুন ভাবে। এই চ্যানেলের নতুন সংস্করণের অংশ হবে এই মজার শো-টি। এছাড়াও জি বাংলার নতুন চ্যানেলে আসছে নতুন ধারাবাহিকও।
সূত্রের খবর, এই মজার শো-এর সঞ্চালনার দায়িত্ব সামলাবেন অভিনেতা সায়ন ঘোষ। সায়ন রেডিওর হাত ধরে কেরিয়ার শুরু করলেও দর্শকের কাছে পৌঁছে গিয়েছে তাঁর অভিনেতা সত্তাও। ছবি হোক বা সিরিজ, সায়নের অভিনয় মন জয় করেছে দর্শকের। জানা যাচ্ছে, এই শো-এ শুধু হাসি,মজা থাকবে না, সঙ্গে থাকবে তারকাদের সঙ্গে আড্ডাও। অর্থাৎ গল্প, আড্ডা, রসিকতায় জমে উঠবে নতুন রিয়্যালিটি শো। জানা যাচ্ছে, আগস্টের শুরুতেই জি বাংলার নতুন চ্যানেলটি লঞ্চ হচ্ছে। সঙ্গে থাকছে আরও চমক।
