সংবাদসংস্থা মুম্বই: তিনি ভারতের প্রথম সুপারহিরো। নয়ের দশকে ছোটপর্দা থেকে শিশু-কিশোরদের হৃদয় দাপিয়ে বেড়াতেন তিনি। তিনি, শক্তিমান। সহজ কথায়, নয়ের দশকে ছোটপর্দায় ঝড় তুলেছিল মুকেশ খান্নার ‘শক্তিমান’ ধারাবাহিকটি। এই সুপারহিরোধর্মী ধারাবাহিক 'শক্তিমান'-এর প্রযোজনার পাশাপাশি নামভূমিকায় অভিনয় করতেন মুকেশ নিজেই।
সম্প্রতি, নেটদুনিয়ায় 'শক্তিমান' ছবি নিয়ে দারুণ শোরগোল শুরু হয়েছে। বড়পর্দায় শক্তিমান কে সাজবেন তা নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করছেন মুকেশ খান্না। এবার এই আবহে জড়াল কার্তিক আরিয়ানের নাম! কিছুদিন আগে পর্যন্ত অভিনেতা রণবীর সিংয়ের নাম নিয়ে জল্পনা চললেও তা বাতিল করে দিয়েছেন মুকেশ। সমাজমাধ্যমে মুকেশ খান্না জানিয়েছেন, তিনি মোটেই বড়পর্দায় 'শক্তিমান' হিসাবে আসছেন না। 'ফিরছেন না' কথাটায় তাঁর বেশ আপত্তি কারণ তাঁর মতে এখনও পর্যন্ত তিনিই তো একমাত্র 'শক্তিমান'। এরপর তিনি আরও জানিয়েছেন, রণবীরের সঙ্গে তাঁর কোনও 'প্রতিযোগিতা' নেই। এমনকি তাঁর কোনও দায় নেই এটা প্রমাণ করার যে তিনি রণবীর কিংবা অন্য কোনও অভিনেতার থেকে 'ভাল' শক্তিমান! তিনি সাফ জানিয়ে দিয়েছেন, "এরকম কোনও ইচ্ছে তাঁর নেই।
এহেন আবহে কার্তিকের নাম ওঠাতে বেশ নড়েচড়ে বসেছে অনুরাগীরা। কারণ এইমুহুর্তে প্রেক্ষাগৃহে দর্শক টানার বিষয়ে নিজের ক্ষমতার প্রমাণ দিয়ে দিয়েছেন কার্তিক। পাশাপাশি তাঁর বাজারে তাঁর জনপ্রিয়তাও মন্দ নয়। নেটপাড়ার একাংশ বলছে, কার্তিক 'শক্তিমান'রূপে হিজির হলে একটা বেশ 'ফ্রেশ অ্যাপিল' আসবে। অবশ্য বেশিরভাগ নেটিজেন রে-রে করে উঠেছেন এই খবর শুনে। একজন তো সরাসরি লিখলেন, "কার্তিক কেরিয়ার সুইসাড করবেন যদি এই চরিত্রে অভিনয় করেন। কারণ যদি শক্তিমানকে সেই নয়ের দশকের গল্প মেনেই হাজির করা হয় এখনকার সময়ে, তাহলে তা আর চলবে না। সবাই মুখ ফিরিয়ে নেবে। পাশাপাশি যদি বিদেশি সুপারহিরোর ছবির গল্প থেকে উপাদান নেয় এই ছবির লেখকেরা, তাও সহজেই ধরে ফেলবেন দর্শক। " অন্য একজন লিখেছেন, " কার্তিক রাজি হলে, 'শক্তিমান'-এর শুটিং চলাকালীন মুকেশ খান্না-ই ওঁর হাল খারাপ করে দেবে।"
