জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং সম্প্রতি দ্বিতীয়বার মা হয়েছেন। ২০২৫ সালের ডিসেম্বর মাসে তিনি ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া তাঁদের দ্বিতীয় পুত্রসন্তানকে স্বাগত জানান। তার ডাকনাম রাখা হয়েছে ‘কাজু’। এই আনন্দের মধ্যেই ভারতীর একটি ভ্লগে ধরা পড়েছে এক আবেগঘন মুহূর্ত, যা ইতিমধ্যেই নেটমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

দেখা যায়, ভারতীর তিন বছরের ছেলে লক্ষ্য, যাকে পরিবারের সবাই ‘গোলা’ নামে ডাকে, হঠাৎ মাকে বলে বসে তার ব্যাগ গুছিয়ে দিতে। কারণ সে নাকি বাড়ি ছেড়ে চলে যেতে চায়। ছেলের এমন কথায় ভেঙে পড়েন ভারতী এবং কান্নায় চোখ ভিজে যায় তাঁর। পরে অবশ্য লক্ষ্য অর্থাৎ গোলা তার কথার পিছনের নিরীহ কারণ জানালে ভুল বোঝাবুঝির অবসান হয়।

ভ্লগে আবেগপ্রবণ ভারতীকে বলতে শোনা যায়, “ও আমাকে কাঁদিয়ে দিয়েছে। বলছে, “‘মাম্মা, আমি তোমাকে ছেড়ে চলে যাব।’” তবে সঙ্গে সঙ্গেই লক্ষ্য জানিয়ে দেয়, সে মাকে ছেড়ে কোথাও যাচ্ছে না এবং ভারতীকে জড়িয়ে ধরে তাঁকে সান্ত্বনা দেয়।

ঘটনাটি নিয়ে আরও বলতে গিয়ে ভারতী জানান, “হঠাৎ করেই বলতে শুরু করল, আমার ব্যাগ প্যাক করে দাও, আমি চলে যাব। তোমাকে ছেড়ে চলে যাব। খুব অদ্ভুত লাগছিল। লক্ষ্য এমন কথা বলে না। বাবা শুনলে সেও কাঁদতে শুরু করবে। আমাদের কি তোমার ভাল লাগে না? তাহলে কেন এমন কথা বলছ? মাম্মা কাঁদলে তোমার কি ভাল লাগে?”

ছেলের কথায় যে তিনি কতটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন, তা বোঝাতে ভারতী আরও বলেন, “ও যখন বলল, ব্যাগ প্যাক করো, আমি বাড়ি ছেড়ে যাচ্ছি, আমার বুক ধক করে উঠেছিল। কোথায় যাচ্ছে, সেটাও কিছু বলছিল না।”

এরপর ভারতী ছেলেকে অনুরোধ করেন, যেন সে আর কখনও এমন কথা না বলে। তখন লক্ষ্য মিষ্টি গলায় জানায়, সে আসলে বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছে না। শুধু নিচে খেলতে যেতে চেয়েছিল এবং কিছুক্ষণ পরেই ফিরে আসবে। ভুল বোঝাবুঝি কাটতেই ছেলেকে জড়িয়ে ধরে ভারতী বলেন, “আমি তোমাকে খুব ভালবাসি। কাজুর থেকেও বেশি। তুমি আমার কাছে সবার আগে, তারপর কাজু।”

২০১৭ সালে ভারতী ও হর্ষের বিয়ে হয়। ২০২২ সালের এপ্রিল মাসে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান লক্ষের। চলতি বছরের ডিসেম্বরে পরিবারে আসে দ্বিতীয় সন্তান কাজু।

প্রসঙ্গত, সন্তানের জন্মের মাত্র তিন সপ্তাহের মধ্যেই কাজে ফিরেছেন ভারতী। সম্প্রতি তাঁকে ‘লাফটার শেফস’ সিজন ৩-এর সেটে দেখা যায়, যেখানে তিনি সহকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এই অনুষ্ঠানটি কালার্স টিভি ও জিও হটস্টারে সম্প্রচারিত হচ্ছে।