তিন বছরে পা দিয়েছে ভারতী সিংহ ও হর্ষ লিম্বাচিয়ার ছেলে লক্ষ্য। আদরের গোলা-কে নিয়ে চুটিয়ে সংসার করছেন তাঁরা। এবার ছোট পর্দার জনপ্রিয় জুটির ঘরে আসছে নতুন সদস্য। দ্বিতীয়বার মা হতে চলেছেন ভারতী। লক্ষ্মীপুজোয় সমাজমাধ্যমে সুখবর দিলেন তারকা দম্পতি। 

বেশ কিছুদিন ধরেই ভারতীর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা চলছিল বলিপাড়ায়। যদিও এতদিন ভারতী কিংবা হর্ষ কেউই এবিষয়ে মুখ খোলেননি। বরং গত এপ্রিল মাস নাগাদ এক সাক্ষাৎকারে ভারতী সাফ জানান, তিনি এখনও অন্তঃসত্ত্বা নন। তবে চলতি বছরেই তাঁর দ্বিতীয়বার মা হওয়ার পরিকল্পনা রয়েছে বলেও আভাস দেন ‘লাফটার কুইন’। এবার তিনি একটি কন্যাসন্তান চান বলে জানান ভারতী। তাঁর কথায়, “লক্ষ্য এখন যথেষ্ট বড় হয়েছে, এবং এটাই দ্বিতীয় সন্তান নেওয়ার সঠিক সময়। হর্ষও এই সিদ্ধান্তে একমত।” 

আরও পড়ুনঃ রণবীর এলাহাবাদিয়া, ধ্রুব রাঠি-দের হারিয়ে দেশের ‘সবচেয়ে ধনী ইউটিউবার’ তন্ময় ভাট! সম্পত্তির পরিমাণ প্রকাশ পেতেই কী বললেন তিনি?

এরপর থেকেই ছোটপর্দার এই জুটির দ্বিতীয় সন্তান নিয়ে চর্চা শুরু হয় বি টাউনে। অবশেষে জল্পনা হল সত্যি। সোমবার ভারতী ও হর্ষ উভয়েই সমাজমাধ্যমে সুখবর দেন। পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য্যে একে অপরের সঙ্গে ছবিতে ধরা দেন তাঁরা। ছবিতে স্পষ্ট ভারতীর স্ফীতোদর। সঙ্গে দম্পতি লেখেন, ‘আমরা আবার অন্তঃসত্ত্বা’। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Bharti Siingh (@bharti.laughterqueen)