তিন বছরে পা দিয়েছে ভারতী সিংহ ও হর্ষ লিম্বাচিয়ার ছেলে লক্ষ্য। আদরের গোলা-কে নিয়ে চুটিয়ে সংসার করছেন তাঁরা। এবার ছোট পর্দার জনপ্রিয় জুটির ঘরে আসছে নতুন সদস্য। দ্বিতীয়বার মা হতে চলেছেন ভারতী। লক্ষ্মীপুজোয় সমাজমাধ্যমে সুখবর দিলেন তারকা দম্পতি।
বেশ কিছুদিন ধরেই ভারতীর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা চলছিল বলিপাড়ায়। যদিও এতদিন ভারতী কিংবা হর্ষ কেউই এবিষয়ে মুখ খোলেননি। বরং গত এপ্রিল মাস নাগাদ এক সাক্ষাৎকারে ভারতী সাফ জানান, তিনি এখনও অন্তঃসত্ত্বা নন। তবে চলতি বছরেই তাঁর দ্বিতীয়বার মা হওয়ার পরিকল্পনা রয়েছে বলেও আভাস দেন ‘লাফটার কুইন’। এবার তিনি একটি কন্যাসন্তান চান বলে জানান ভারতী। তাঁর কথায়, “লক্ষ্য এখন যথেষ্ট বড় হয়েছে, এবং এটাই দ্বিতীয় সন্তান নেওয়ার সঠিক সময়। হর্ষও এই সিদ্ধান্তে একমত।”
এরপর থেকেই ছোটপর্দার এই জুটির দ্বিতীয় সন্তান নিয়ে চর্চা শুরু হয় বি টাউনে। অবশেষে জল্পনা হল সত্যি। সোমবার ভারতী ও হর্ষ উভয়েই সমাজমাধ্যমে সুখবর দেন। পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য্যে একে অপরের সঙ্গে ছবিতে ধরা দেন তাঁরা। ছবিতে স্পষ্ট ভারতীর স্ফীতোদর। সঙ্গে দম্পতি লেখেন, ‘আমরা আবার অন্তঃসত্ত্বা’।

লক্ষ্য ওরফে গোলার বয়স এখন প্রায় তিন বছর। ২০২২ সালের এপ্রিল মাসে তাঁদের প্রথম সন্তান লক্ষ্য-এর জন্ম হয়। এই দম্পতি তাঁদের প্রথম সন্তানের জন্মের পর থেকেই বহুবার তাঁদের ভ্লগ এবং সাক্ষাৎকারে দ্বিতীয় সন্তান নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তাঁদের ইচ্ছা ছিল, গোলা বড় হওয়ার আগেই তার খেলার সঙ্গী আসুক। তাঁদের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। একটি ভিডিওতে ভারতী মজা করে জানিয়েছেন যে, গোল্লা বড় দাদা হতে চলেছে!
মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতী সিং তাঁর দ্বিতীয়বার মা হওয়া নিয়ে কিছু মজার তথ্য ভাগ করেছেন। তিনি জানান, আড়াই মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পরেও, তাঁর ভারী চেহারার কারণে তিনি নাকি নিজেই তা বুঝতে পারেননি! ভারতী বলেন, "আমি একটু মোটা তো! তাই বুঝতেই পারিনি। দিব্যি শুটিং করছিলাম, দৌড়াচ্ছিলাম, নাচছিলাম। হঠাৎ মনে হল একবার পরীক্ষা করে দেখা যাক। যখন আমি পরীক্ষা করলাম, আমি টেস্ট কিটটি নামিয়ে রেখেছিলাম আর সঙ্গে সঙ্গে বাইরে চলে এসেছিলাম, কারণ কোনও প্রত্যাশা ছিল না। তারপর ফিরে এসে দেখলাম কিটের উপরে দুটো দাগ আছে। আমি হর্ষকে তক্ষুণি সেই খবরটা দিই। সুতরাং এটি আমাদের জন্য একটি বিস্ময় ছিল।"
ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া, ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁরা সবসময়ই দু'টি সন্তানের স্বপ্ন দেখতেন। ভারতী এর আগে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, এইবার তিনি একটি কন্যাসন্তান চান। তিনি মনে করেন, গোলার বয়স এখন যথেষ্ট হয়েছে এবং এটাই দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সঠিক সময়। তাঁদের এই পরিকল্পনা অনুযায়ী, তাঁরা তাঁদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। লক্ষ্মী পুজোর শুভ দিনেই তাঁরা এই সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নিলেন, যা তাঁদের অনুরাগীদের কাছে এক বড় উপহার।
