নিজস্ব সংবাদদাতা, মুম্বই: অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি কি আর দেশে ফিরবেন না? বেশ কিছু সময় ধরে তারকা জুটিকে নিয়ে চলছে জল্পনা। বলিউডে কান পাতলেই ভেসে আসছে নানা গুঞ্জন। ছেলের জন্মের পর থেকে ভারতে থাকছেন না বিরাট-অনুষ্কা। আর সম্প্রতি বিরাটের ছেলেবেলার কোচ রাজকুমার শর্মার ইঙ্গিত যেন সমস্ত গুঞ্জনকে আরও পোক্ত করেছে। 

রামকুমার জানিয়েছেন, দুই সন্তানকে নিয়ে বিরাট ও অনুষ্কা লন্ডনেই চলে যাবেন বলে পরিকল্পনা করে ফেলেছেন। ক্রিকেট থেকে অবসর গ্রহণের পরই হয়তো পাকাপাকি ভাবে ভারত ছেড়ে লন্ডনে গিয়ে থাকবেন কোহলি। আর এই খবর ছড়িয়ে পড়তেই বিরাট ও অনুষ্কা উভয়ের অনুরাগীরাই কৌতূহলী হয়ে পড়েছেন। সেইসঙ্গে অনুষ্কা বলিউড ছাড়তে চলেছে এমন  জল্পনাও চাগাড় দিয়েছে। 

অনুষ্কাকে শেষ বার ২০১৮ সালে পর্দায় দেখা গিয়েছিল ‘জ়িরো’-তে। শাহরুখ খান এবং ক্যাটরিনা কইফ ছিলেন ওই ছবিতে। এরপর আর নায়িকাকে পর্দায় দেখা যায়নি। দীর্ঘ এই বিরতিই অনুষ্কার বলিউড ছাড়ার গুঞ্জনকে উস্কে দিয়েছে। তবে কি অভিনয়কে বিদায় জানিয়ে ব্যক্তিগত জীবনেই সময় দেবেন 'সুলতান'র অভিনেত্রী! 

বেশ কয়েক বছর ধরেই স্পটলাইট থেকে দূরে থাকেন অনুষ্কা। মুম্বইয়ের গ্ল্যামারাস জগতের বাইরে পরিবারের সঙ্গেই সময় কাটান অভিনেত্রী। কখনও স্বামী বিরাটের বিভিন্ন ম্যাচের সফরসঙ্গী হন, কখনও বা ছেলে-মেয়েকে নিয়ে নিভৃতে সময় কাটান বিরুষ্কা। সেই সব ক্যামেরাবন্দি মুহূর্তও কখনও কখনও ঘুরে বেড়ায় নেটপাড়ায়। এর আগে সিমি আগরওয়ালের সঙ্গে এক সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছিলেন যে তিনি কেরিয়ারের থেকে ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার দিতে রাজি। পরিবারের জন্য পেশাগত জীবন ছাড়তেও দ্বিধাবোধ করবেন বলে জানান 'পিকে'র নায়িকা। 

চলতি বছর ফেব্রুয়ারি মাসে বিরাট আর অনুষ্কার পুত্র অকায়র জন্ম হয়েছে। এরপর থেকে প্রচারের আলো থেকে নিজেকে পুরোদমে দূরে রাখতে শুরু করেন অনুষ্কা। বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর থেকে প্রায় পাকাপাকিভাবে লন্ডনে থাকতে শুরু করেছেন দম্পতি।