দর্শক মহলে তুমুল উত্তেজনা ছড়িয়েছে 'সাইয়ারা'। বলিউডের ইতিহাসে নতুন অধ্যায় লিখে দিয়েছিল আনকোরা নতুন কোনও জুটি নিয়ে তৈরি ছবি এত বড় সাফল্য এর আগে পায়নি, অন্তত গত ২০ বছরে! ছবির নতুন দুই অভিনেতা-অভিনেত্রী অহন পাণ্ডে ও অনিত পাড্ডা অভিনীত এই ছবি দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছে। শোনা গিয়েছিল, 'সাইয়ারা'র দাপটে নাকি পিছু হটছেন একাধিক পরিচালক। মুক্তি পিছিয়ে যাচ্ছে বহু ছবির। ছবিতে অহন ও অনিতের রসায়ন দেখে চোখ ফেরাতে পারেননি দর্শক। 

 


তাই দর্শকের মনে মনে দু'জনকে নিয়ে অনেক প্রশ্ন উঁকি দিচ্ছে। সম্প্রতি নেটপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে যে ছবির মতোই নাকি বাস্তবেও প্রেম করছেন এই দুই তারকা। কিছুদিন আগেই তাঁদের একটি শপিং মলের বাইরে দেখা গিয়েছে। আর সেখানে পাপারাজ্জিদের মুখোমুখি হতেই নিজেদের আড়াল করতে শুরু করেন অহন-অনিত। সেখান থেকেই জল্পনার আগুন ঘি পড়ে। তবে এই মুহূর্তে দু'জনের সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা যায়নি তাঁদেরকে।

 

তবে সেই ভিডিওর একটি দৃশ্য নিয়েই আপাতত চর্চা তুমুল। দেখা যায়, অহন তাঁর অনস্ক্রিন নায়িকা অনীতের হাত ধরতে গেলে তিনি লজ্জায় হাত সরিয়ে নিয়ে সোজা অভিনেতার মায়ের সঙ্গে হাঁটা শুরু করেন। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত নজর এড়ায়নি। তারকাদের উপর এমনিই সবসময়ে নেটপাড়ার আতসকাচ থাকে। অতঃপর অহন-অনীতের এহেন 'লাজুক' সমীকরণ কিংবা 'প্রেম-প্রেম ভাব' নজর এড়ায়নি অনুরাগীদের। পাশাপাশি বলিপাড়ায় গুঞ্জন, 'সাইয়ারা' জুটি নাকি বর্তমানে একে-অপরকে চোখে হারাচ্ছেন।

 

?ref_src=twsrc%5Etfw">August 10, 2025

 


তবে এই জল্পনার আগুনে ঘি পড়েছে আরও একবার। 'সাইয়ারা'র সাফল্যে মোহিত সুরি একটি পার্টির আয়োজন করেন। ছবির কলাকুশলী থেকে শুরু করে প্রচুর বলি তারকাদের সমাগম দেখা যায় ওই নৈশ পার্টিতে। সেখানে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন অহন ও অনিত। দু'জনকে একসঙ্গে পার্টিতে ঢুকতে দেখে অবাক হন অনেকে। এদিকে, আবার গোটা পার্টিতে একে অপরের সঙ্গ ছাড়েননি। অন্যদের সঙ্গে কথা বলার সময়ও অনিতকেই নাকি খুঁজছিল অহনের দুটি চোখ। লাজুক হাসিতে তাঁরা নাকি বুঝিয়ে দিয়েছেন নিজেদের সম্পর্কের অবস্থানের কথা। 

 

এদিকে, বক্স অফিসে প্রায় ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে 'সাইয়ারা'। ছবির সাফল্য যেমন দর্শকের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে, ঠিক তেমনভাবেই অহন ও অনিতের প্রেমের গুঞ্জনেও দারুণ কৌতূহল জেগেছে অনুরাগীদের মনে। পাপারাজ্জিদের দেখে লাজুক হাসি যতই হাসুক, নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে 'স্পিকটি নট' দুই তারকা।