টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?
আফতাবের সাফাই
আফতাব শিবদাসানি বর্তমানে ‘মাস্তি ৪’-এর মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত। এই সময়ে তিনি আবারও ফিরে দেখছেন নিজের কর্মজীবনকে ঘিরে তৈরি হওয়া নানা গুজব এবং বিতর্ককে। কখনও মাদকসেবনের অভিযোগ, কখনও সেটে তাঁর আচরণ—বছরের পর বছর এমন নানা জল্পনা তাঁকে ঘিরে থেকেছে। এবার সে নিয়েই মুখ খুললেন অভিনেতা।
এক সাক্ষাৎকারে আফতাব জানান, তাঁর সম্পর্কে শোনা সবচেয়ে অদ্ভুত গুজব ছিল মাদকসেবনের অভিযোগ। তিনি বলেন, “এটা আমার সম্পর্কে শোনা সবচেয়ে হাস্যকর এবং অযৌক্তিক গুজব।” তবে কেন তিনি কখনও প্রকাশ্যে এসবের প্রতিবাদ করেননি, তারও কারণ জানালেন অভিনেতা।
আফতাবের ভাষায়, “জীবনের খুব শুরতেই আমি একটি বিষয় শিখেছি—সত্যি খুব বেশি শব্দ করে না। সত্যের কখনও নিজেকে প্রমাণ করার প্রয়োজন হয় না। এই বিশ্বাস থেকেই আমি কখনও কিছু নিয়ে যুক্তি দেখাই না, নিজেকে সাফাইও দিই না।”
তিনি আরও যোগ করেন যে, নিজের সম্পর্কে মিথ্যে অভিযোগের জবাব দিতে তিনি কখনও সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যমে সরব হননি। “আমি জানি আমার সত্যিটা কী। যাঁরা সত্যিই আমার কাছের, তাঁরাও জানেন। এর বাইরে কেউ আমার সম্পর্কে কিছু বিশ্বাস করতে চাইলে করুক। আমি ছাদে উঠে চিৎকার করলেও যদি কেউ বিশ্বাস না করতে চান, তবে করবেন না।”
আফতাবের মতে, ভিত্তিহীন গুজবের জন্য নিজের শান্তি বা ঘুম নষ্ট করা একেবারেই অযৌক্তিক। তিনি সবসময়ই বিশ্বাস করেন কাজই প্রকৃত পরিচয় তুলে ধরে।
ভারতীর সাধ
অক্টোবরেই দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন কৌতুকশিল্পী ভারতী সিং। গর্ভাবস্থার নানা আপডেট তিনি নিয়মিত শেয়ার করেন তাঁর ইউটিউব ভ্লগে। এ বার ‘লাফলটার শেফস’ টিম তাঁকে দিল মিষ্টি সারপ্রাইজ—একটি জমকালো বেবি শাওয়ার, যা অনুষ্ঠিত হয় রবিবার। হঠাৎ করা এই আয়োজন দেখে আবেগে ভেসে যান ভারতী।
রবিবার ভারতী ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় ‘লাফলটার শেফস’-এর পুরো টিম তাঁকে কাজের অজুহাতে সেটে ডেকে পাঠায় এবং পরে তাঁকে সারপ্রাইজ দেয় বেবি শাওয়ারের মাধ্যমে। ভিডিওয় আবেগঘন ভারতীকে বলতে শোনা যায়, “আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, এত লোক হঠাৎ আমাকে ঘিরে ধরল! আর আমি জানি, অনেকেই হয়তো ভাবছেন কেন তাঁদের ডাকা হয়নি—আমিও জানতাম না কিছুই।”
ভারতীর বেবি শাওয়ারে উপস্থিত ছিলেন তেজস্বী প্রকাশ, অরুণ বিজলানি, জন্নাত জুবেইর, ক্রুষ্ণা অভিষেক, দেবিনা ব্যানার্জী, গুরমিত চৌধুরি, আলি গনি, জ্যাসমিন ভাসিন, কাশ্মীরা শাহ-সহ অনেকে। জন্নাত নিজেও ইনস্টাগ্রামে বেবি শাওয়ারের কিছু মুহূর্ত শেয়ার করে ক্যাপশনে লেখেন—‘টিম বেবি গার্ল।’ অনুষ্ঠানে ভারতী যেখানে নীল পোশাকে ছিলেন, বাকিরা ছিলেন গোলাপি রঙে সেজে।
মনের মানুষ পেলেন হুমা
হুমা কুরেশির জীবনে প্রেমের বসন্ত। হিমেশ রেশামিয়ার কনসার্টে মনের মানুষের সঙ্গে দেখা গেল অভিনেত্রীকে। হুমার সঙ্গে ছিলেন তাঁর প্রেমিক ও অ্যাক্টিং কোচ রচিত সিংহ। হিমেশের লাইভ শো উপভোগ করার সময় দু’জনকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়, যা ক্যামেরাবন্দিও হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওয় দেখা যায়, ডেনিম পোশাকে সেজে থাকা হুমা মুনাওয়ার ফারুকির সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে আছেন। ঠিক সেই সময় তাঁর পেছনে দাঁড়িয়ে থাকা রচিত সিংহ তাঁকে আলতো করে জড়িয়ে ধরেন এবং গালে একটি মিষ্টি চুমুও খান। ক্যামেরা ঘুরছে বুঝতে পেরে হুমা মজা করেই সতর্ক করেন। এরপর রচিত দ্রুত হাত সরিয়ে নেন।
