আমেরিকান পর্নস্টার কেন্দ্রা লাস্ট। মাঝেমধ্যেই নিজের কাণ্ডকারখানার মাধ্যমে নেটপাড়ায় আগুন ধরিয়ে দেন তিনি। হয়ে ওঠেন আলোচনার অন্যতম বিষয়। এবারও ইনস্টাগ্রামে এমন একটি ছবি পোস্ট করেছেন কেন্দ্রা, যা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। 

 

এই দুষ্টু ছবির নায়িকা কিন্তু বলিউডের ভীষণ ভক্ত। ফের একবার বলিউড ফ্যানডম নিয়ে মশকরা শুরু করেছেন তিনি। মাসখানেক আগে শাহরুখ খানের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি একটি ছবি পোস্ট করে নেটদুনিয়ায় আলোড়ন তুলেছিলেন কেন্দ্রা। এবার সেই একই পথে হেঁটে তিনি পোস্ট করলেন সলমন খানের সঙ্গে আরেকটি এআই-কারসাজির ছবি। সঙ্গে যোগ করলেন আরও বড় ইঙ্গিত, ‘বিগ বস’-এ ঢোকার কথা ভাবছেন নাকি?

 

ইনস্টাগ্রামে কেন্দ্রা যে ছবিটি শেয়ার করেন, সেখানে তাঁকে দেখা যাচ্ছে একটি ফাঁকা ঘরের মধ্যে রয়েছে তাঁরা দু’জন। আর কেউ নেই। কেন্দ্রাকে দেখা যাচ্ছে শাড়িতে আর সলমন খান পরেছেন কুর্তা-পাজামা। লাস্যময় ভঙ্গিতে ‘টাইগার’-এর সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি।  ছবির ক্যাপশনে সরাসরি ফলোয়ারদের প্রশ্ন ছুড়ে দেন কেন্দ্রা, “আমি যদি বিগ বসে ঢুকি… তোমরা কি ড্রামার জন্য তৈরি? আমার যাওয়া উচিত কি?”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Kendra Lust® (@kendralust)