বলিউডের সুপারস্টার আমির খানের প্রেমিকা গৌরী স্প্র্যাট সম্প্রতি মুম্বইয়ে আলোকচিত্রীদের বাড়াবাড়িতে তীব্রভাবে বিরক্ত ও হতাশ হয়ে পড়েন। পাপারাজ্জিদের ক্রমাগত অনুসরণ এবং ছবি তোলার চেষ্টা তাঁর ব্যক্তিগত জীবনে অনভিপ্রেত অনুপ্রবেশ ঘটাচ্ছিল, যার ফলস্বরূপ প্রকাশ্যে তিনি তাঁর ক্ষোভ উগরে দেন। তাঁর এই বিরক্তি প্রকাশের মুহূর্তের একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার মুম্বইয়ের রাস্তায় গৌরী স্প্র্যাটকে দেখতে পেয়েই একদল চিত্র সাংবাদিক তাঁকে ঘিরে ধরেন। তাঁর প্রতিটি পদক্ষেপ অনুসরণ করে ছবি তোলার জন্য তাঁরা মরিয়া হয়ে ওঠেন। এই পরিস্থিতিতে, ক্যামেরা ফ্ল্যাশের ঝলকানি এবং অনবরত অনুসরণ করার কারণে গৌরী দৃশ্যত অস্বস্তিতে পড়েন এবং তাঁর ধৈর্যচ্যুতি ঘটে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে দেখা যায়, তিনি অত্যন্ত বিরক্ত হয়ে আলোকচিত্রীদের দলের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করছেন: “কোথা থেকে আসেন আপনারা সবাই? আপনাদের কে ডাকে?” এই প্রশ্ন করার উদ্দেশ্য ছিল তাঁদের অনধিকার প্রবেশের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলা। কিন্তু তাঁর প্রশ্নের উত্তর না দিয়ে বা তাঁকে একা ছেড়ে না দিয়ে যখন চিত্র সাংবাদিকরা তাঁকে অনুসরণ করা চালিয়ে যান, তখন তাঁর হতাশা আরও বাড়ে।

শেষ পর্যন্ত তিনি স্পষ্ট ও কঠোর ভাষায় নিজের বক্তব্য তুলে ধরেন: “কেন আপনারা আমার পিছু নিচ্ছেন? দয়া করে আমাকে একা থাকতে দিন।” তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট হয়, একজন সাধারণ মানুষ হিসেবে তিনি তাঁর ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখতে চান। তিনি পাশে থাকা এক সঙ্গীকেও জিজ্ঞাসা করেন, “এদের কে ডাকে?” – যা তারকাদের পরিবারের সদস্যদের ব্যক্তিগত জীবনে পাপারাজ্জিদের অত্যধিক হস্তক্ষেপের উপর এক গভীর প্রশ্নচিহ্ন এঁকে দিল।
গৌরী স্প্র্যাট পেশাগতভাবে একজন ফ্যাশন, স্টাইলিং এবং ডিজাইনিং বিশেষজ্ঞ। তিনি বেঙ্গালুরুতে থাকেন এবং ফ্যাশন জগতে তাঁর নিজস্ব পরিচিতি রয়েছে। তিনি ব্লু মাউন্টেন স্কুলে তাঁর স্কুল জীবন শেষ করার পর ২০০৪ সালে ইউনিভার্সিটি অফ দ্য আর্টস, লন্ডন থেকে স্টাইলিং অ্যান্ড ফটোগ্রাফিতে এফডিএ ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুন: মাত্র তিন মাসেই বন্ধ হচ্ছে 'কিঁউকি সাঁস ভি কভি বহু থি ২'? হঠাৎ কেন কোপ পড়ল তুলসীর পরিবারে?
আমির খান এবং গৌরী স্প্র্যাটের সম্পর্ক অনেক পুরনো। আমির নিজেই জানিয়েছেন যে তাঁরা প্রায় ২৫ বছর ধরে পরস্পরের বন্ধু ছিলেন। দেড় বছর আগে তাঁদের পুরনো বন্ধুত্ব প্রণয়ের সম্পর্কে পরিণত হয়। চলতি বছর মার্চ মাসে আমির খানের ৬০তম জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে মিডিয়ার সামনে তাঁরা তাঁদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন এবং জানান যে তাঁরা অবশেষে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনার জন্য যথেষ্ট সুরক্ষিত অনুভব করছেন।
এদিকে, আমির খান পেশাগত জীবনেও সফলভাবে এগিয়ে চলেছেন। তাঁকে সম্প্রতি ২০ জুন মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিতারে জমিন পর’-এ দেখা যায়, যা বক্স অফিসে প্রশংসিত হয়েছে। এর পাশাপাশি, জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের ছবি ‘কুলি’-তে তিনি পরিচালক লোকশ কণগরাজের অধীনে একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।
গৌরী স্প্র্যাটের এই ঘটনা আবারও জনসাধারণের মনোযোগ কেড়ে নিল, যেখানে একজন তারকার সঙ্গী হয়েও তিনি সাধারণ জীবন যাপনের অধিকার চান। পাপারাজ্জিদের লাগামহীন আচরণ এবং গোপনীয়তার অধিকার—এই দুইয়ের সীমারেখা নিয়ে বিতর্ক আরও জোরালো হল।
