আজকাল ওয়েবডেস্ক: উজ্জীবন স্মল ফিন্য়ান্স ব্য়াঙ্ক ফিক্সড ডিপোজিটের (এফডি) সুদের হার সংশোধন করেছে। কিছু মেয়াদপূর্তি স্ল্যাবের জন্য সুদের হার কমানো হয়েছে। এখন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক গ্রাহকদের ০.১৫ শতাংশ পর্যন্ত কম রিটার্ন দেওয়ার ঘোষণা করেছে। তবে, প্রবীণ নাগরিকরা এখনও অতিরিক্ত সুদ পাচ্ছেন। ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য ব্যাঙ্ক ৫০ বিপিএস অতিরিক্ত রিটার্ন দিচ্ছে।
এফডি এবং পুনরাবৃত্ত আমানত উভয়ের জন্যই নতুন সুদের হার ১৭ জুলাই ২০২৫ থেকে কার্যকর। সংশোধনের পর, সাধারণ নাগরিকরা ৭ দিন থেকে ১২০ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদপূর্তি স্ল্যাবের ফিক্সড ডিপোজিটে কমপক্ষে ৩.৫০ শতাংশ এবং সর্বোচ্চ ৭.৬০ শতাংশ সুদ পাচ্ছেন। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৪ শতাংশ থেকে ৮.১০ শতাংশ।
এই মেয়াদে আপনি কম সুদ পাবেন
 
 ব্যাঙ্ক জুন মাসে ফিক্সড ডিপোজিটের সুদের হারও সংশোধন করেছিল। এই পরিবর্তনের পর, ব্যাঙ্ক ২৪ মাসের মেয়াদে ৭.৬০ শতাংশ রিটার্ন দিচ্ছে, যা আগে ৭.৭৫ শতাংশ ছিল। এখন, ১৫ মাস থেকে ২৪ মাসের কম মেয়াদের মেয়াদে ৭.৫০ শতাংশ রিটার্ন পাওয়া যাবে, যা আগে ছিল ৭.৬৫ শতাংশ।
প্লাটিনাম এফডি-র জন্য নতুন সুদের হার প্রযোজ্য
 
 প্লাটিনাম ফিক্সড ডিপোজিট স্কিমের জন্যও নতুন সুদের হার কার্যকর করা হয়েছে। এটি একটি নন-কলযোগ্য এফডি পণ্য। যার মধ্যে চারটি মেয়াদের বিকল্প পাওয়া যায়। ব্যাঙ্ক ১২ মাস থেকে ২৪ মাসের কম মেয়াদে ৭.৬০ শতাংশ, ২৪ মাস থেকে ২৪ মাসের কম মেয়াদে ৭.৭০ শতাংশ, ২৪ মাস থেকে ১ দিন থেকে ৯৯০ দিন মেয়াদে ৭.৬০ শতাংশ এবং ৯৯১ দিন থেকে ৬০ মাস মেয়াদে ৭.৩০ শতাংশ সুদ দিচ্ছে। গ্রাহকরা ৩ কোটি টাকার কম বিনিয়োগ করতে পারবেন।
মেয়াদপূর্তির স্ল্যাব অনুযায়ী সুদের হার
৭ দিন থেকে ২৯ দিন- ৩.৫০ শতাংশ
 
 ৩০ দিন থেকে ৯০ দিন- ৪.১৫ শতাংশ
 
 ৯০ দিন থেকে ১৮০ দিন- ৪.৬৫ শতাংশ
 
 ৬ মাস থেকে ১২ মাসের কম- ৬.৫০ শতাংশ
 
 ১২ মাস থেকে ২৪ মাসের কম- ৭.৫০ শতাংশ
 
 ২৪ মাস- ৭.৬০ শতাংশ
 
 ২৪ মাস ১ দিন থেকে ৯৯০ দিন- ৭.৫০ শতাংশ
 
 ৯৯১ দিন থেকে ৬০ মাস- ৭.২০ শতাংশ
 
 ৬০ মাস ১ দিন থেকে ১২০ মাস- ৬.৫০ শতাংশ
রেকারিং ডিপোজিটে জন্য সুদের হার
 
 পুনরাবৃত্ত আমানতের কথা বলতে গেলে, ব্যাঙ্ক ৬ মাস থেকে ১২০ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে সর্বনিম্ন ৬.৫০ শতাংশ এবং সর্বোচ্চ ৭.৬০ শতাংশ বার্ষিক সুদ দিচ্ছে। ২৪ মাসের আরডি স্কিমে সর্বোচ্চ রিটার্ন পাওয়া যায়। ৬ থেকে ৯ মাসের আমানতের উপর সর্বনিম্ন রিটার্ন পাওয়া যাবে।
আরও পড়ুন- প্রবীণ নাগরিকরা এখানে বিনিয়োগ করলেই পাবেন ৮ শতাংশের বেশি সুদ, দেখে নিন বিস্তারিত
