আজকাল ওয়েবডেস্ক: জুলাই মাসে UPI লেনদেনের রেকর্ড। ১৯.৪৭ বিলিয়ন লেনদেন। এনপিসিআই ব্যালান্স চেকের ওপর নতুন সীমা প্রযোজ্য করেছে। জনপ্রিয় ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI)-এর মাধ্যমে লেনদেনের সংখ্যা জুলাই মাসে সর্বকালের রেকর্ড স্পর্শ করেছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) প্রকাশিত তথ্য অনুযায়ী, মাসটিতে মোট ১৯.৪৭ বিলিয়ন লেনদেন হয়েছে।


লেনদেনের পরিমাণ অনুসারে, এর আগে সর্বোচ্চ লেনদেন হয়েছিল মে মাসে, ১৮.৬৭ বিলিয়ন, যা জুন মাসে কিছুটা কমে দাঁড়ায় ১৮.৩৯ বিলিয়ন-এ। তখন মোট লেনদেনের আর্থিক পরিমাণ ছিল প্রায় ২৪.০৩ লক্ষ কোটি। এনপিসিআই জানায়, জুন মাসে মোট লেনদেনের আর্থিক মূল্য ছিল ২৫.০৮ লক্ষ কোটি, যা এক বছর আগের জুন মাসে ছিল₹২০.৬৪ লক্ষ কোটি। এর মানে হল বার্ষিক ভিত্তিতে ২১% বৃদ্ধি। মাসভিত্তিক ভিত্তিতে লেনদেনের মানে ৪.৩% বৃদ্ধি লক্ষ্য করা গেছে।


NPCI-এর পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রবৃদ্ধি দেখাচ্ছে যে, ছোট উদ্যোক্তা, স্থানীয় খুচরো ব্যবসায়ী এবং প্রান্তিক ব্যবহারকারীরা আগের চেয়ে অনেক বেশি ডিজিটাল পেমেন্ট গ্রহণ করছেন। ফলে নগদের ওপর নির্ভরতা কমছে এবং তারা অর্থনৈতিক ব্যবস্থার মূলধারায় অন্তর্ভুক্ত হচ্ছেন। বর্তমানে ভারতে সকল ডিজিটাল লেনদেনের ৮৫ শতাংশই UPI-এর মাধ্যমে সম্পন্ন হচ্ছে। শুধু ভারতে নয়, বিশ্বজুড়ে রিয়েল-টাইম ডিজিটাল লেনদেনের প্রায় ৫০% অংশ UPI পরিচালিত।

আরও পড়ুন:  কেন বাড়ছে সোনার দাম? আসল সত্য এবার সামনে এল


UPI ইতিমধ্যে সাতটি দেশে সক্রিয় রয়েছে, যেমন: সংযুক্ত আরব আমিরাত (UAE), সিঙ্গাপুর, ভুটান , নেপাল, শ্রীলঙ্কা, ফ্রান্স, মরিশাস, ফ্রান্সে এর যাত্রা শুরু হওয়ায় ইউরোপে প্রথমবারের মতো UPI প্রবেশ করল। এর ফলে সেখানে ভ্রমণরত বা বসবাসকারী ভারতীয়রা বিদেশি লেনদেনের ঝামেলা ছাড়াই সহজেই পেমেন্ট করতে পারবেন।


সিস্টেমে চাপ কমানো, লেনদেন ব্যর্থতার হার হ্রাস এবং পিক আওয়ারে পরিষেবা উন্নত করার লক্ষ্যে NPCI কিছু সীমা নির্ধারণ করেছে। এখন থেকে ব্যবহারকারীরা দিনে সর্বোচ্চ ৫০ বার পর্যন্ত UPI অ্যাপ দিয়ে তাদের অ্যাকাউন্ট ব্যালান্স চেক করতে পারবেন। আগে এর কোনও নির্দিষ্ট সীমা ছিল না। একইসঙ্গে, 'List Account' API-এর মাধ্যমে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টের তালিকা দেখার অনুরোধ সর্বোচ্চ ২৫ বার পর্যন্ত সীমিত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপগুলো নেটওয়ার্কের ওপর চাপ কমাতে এবং সার্ভিস নির্বিচারে চালু রাখতে সাহায্য করবে।


 ইউপিআইয়ে অটো-পেমেন্ট লেনদেনের ক্ষেত্রে সুনির্দিষ্ট ‘টাইম স্লট’ চালু করছে এনপিসিআই। ফলে ১ অগস্ট থেকে এই ডিজিটাল মাধ্যমে দিনের মধ্যে যখন-তখন অটো-পেমেন্ট, সাবস্ক্রিপশন, ইউটিলিটি বিল এবং ইকুইডেটেড মান্থলি ইনস্টলমেন্ট বা ইএমআইয়ের টাকা জমা করা যাবে না। নির্ধারিত সময়ের স্লট মেনে সংশ্লিষ্ট অর্থ পাঠাতে পারবেন ব্যবহারকারী।


ইউপিআইয়ের এই নতুন নিয়ম সমস্ত প্ল্যাটফর্মের গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যে ব্যবহারকারীরা দিনের মধ্যে একাধিক বার ব্যালেন্স চেক করেন না বা অটো-পেমেন্টের সুবিধা নেন না, তাঁরা এর প্রভাব সে ভাবে বুঝতে পারবেন না। ডিজিটাল মাধ্যমটিতে লেনদেনের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে কোনও বদল করেনি এনপিসিআই। ফলে আগের মতোই ব্যবহারকারী ইউপিআইয়ের মাধ্যমে দিনে সর্বোচ্চ দিতে পারবেন এক লক্ষ টাকা। শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা পাঁচ লক্ষ টাকা ধার্য রয়েছে। সেই নিয়মও অপরিবর্তিত থাকছে।